শুভশ্রী মৈত্র, কলকাতাঃ
বুথের ভোটার না হলেও আর বাধা নেই পোলিং এজেন্ট হতে, কমিশনের নতুন নিয়মে স্বস্তি বিরোধী শিবিরে।নির্বাচন কমিশন পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করলো। যে কোনও বিধানসভা কেন্দ্রের যে কোনও ভোটদাতা শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীর পোলিং এজেন্ট হতে পারবেন বলে জানালো কমিশন।
এর আগে পোলিং এজেন্ট হতে গেলে নিয়ম ছিল, সেই বুথের অথবা পার্শ্ববর্তী বুথের ভোটদাতা হতে হবে। কমিশনের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধীরা। কোন এলাকায় সাংগঠনিক দুর্বলতা থাকলেও সব বুথে এজেন্ট দিতে আর কোনও অসুবিধায় পড়তে হবে না বিরোধী রাজনৈতিক দলগুলিকে। এমনটাই দাবি বিরোধীদের।
আগের নিয়ম ছিল প্রতি বুথে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে একজন পোলিং এজেন্ট এবং তাঁর রিলিভার হিসাবে আরও দু’জনকে নিয়োগ করা যেত। কিন্তু এবার বুথ সংখ্যা এক ধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটাই। সে কারণেইএই নিয়ম শিথিল করেছে কমিশন।
আরও পড়ুনঃ পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে এন ভি রমন্নার নাম প্রস্তাব এস এ বোবদে-র
এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রে উপযুক্ত পোলিং এজেন্ট না পেলে ওই বিধানসভা কেন্দ্রের যে কোনও ভোটদাতাকেই রাজনৈতিক দলগুলি প্রার্থীর পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ করতে পারবে।
আরও পড়ুনঃ ভোট বড় বালাই! চলতি বছরে প্রথমবার কমল পেট্রোল-ডিজেলের দাম
বিরোধী রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে পোলিং এজেন্ট নিয়োগের নিয়মের এই শিথিলতা কিছুটা সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। কারণ, রাজ্যের বিগত নির্বাচনগুলিতে কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে রাজনৈতিক সন্ত্রাসের ভয়েই হোক, আর সাংগঠনিক দুর্বলতার জেরেই হোক, রাজ্যের কিছু বুথে এজেন্ট বসাতে পারেনি বিরোধী শিবির। কমিশনের এই নতুন নিয়মের ফলে আর কোনও শিবিরেরই পোলিং এজেন্ট বসাতে অসুবিধা হওয়ার কথা নয়। কোথাও সাংগঠনিক দুর্বলতা থাকলেও সেখানে অন্য এলাকা থেকে এজেন্ট নিয়ে আসতে পারবে তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584