নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০২০ সালে গোটা বিশ্ব জেরবার হয়েছে চিনের উহান প্রদেশ থেকে আসা করোনা ভাইরাসের জেরে। এবার চিনে পৌঁছে গেলো ব্রিটেনের নতুন স্ট্রেনের করোনা ভাইরাস। এমনটাই জানালো চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)।
ব্রিটেনের করোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। বহু দেশ ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে তাদের উড়ান পরিষেবা বন্ধ করেছে। বিজ্ঞানীরা বলছেন আগের করোনা ভাইরাসের থেকে এই নতুন স্ট্রেনের করোনা ভাইরাস প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক।
আরও পড়ুনঃ করোনা আত্মপ্রকাশের বর্ষপূর্তিতে টিকার ন্যায্য বণ্টনের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ব্রিটেন থেকে চিনে আসা এক ২৩ বছরের ছাত্রীর দেহে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। ডিসেম্বরের ১৪ তারিখ সাংহাই তে তাঁর করোনা পরীক্ষা হয়। সিডিসির তরফে এই তথ্য প্রকাশ করে বলা হয়েছে, চীনের কোভিড-১৯ মোকাবিলায় নতুন বিপদ নিয়ে এল এই বিলিতি ভাইরাস।
আরও পড়ুনঃ আরব দেশগুলিতে বেকারত্ব- দারিদ্র্যের হার ক্রমবর্ধমান, দাবি জাতিসংঘের রিপোর্টে
আক্রান্ত ছাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসতেই তাঁকে আইসলেশনে রাখা হয়। এরপর করা হয় জিনোম সিকুয়েন্সিং, তাতেই ধরা পড়ে এই ভ্যারিয়ান্টের অস্তিত্ব। চীনের বিদেশমন্ত্রক জানিয়েছে, এই পরিস্থিতিতে ব্রিটেন থেকে আসা সব উড়ান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584