লকডাউন ভাঙলে লাঠির বদলে মিলছে গোলাপ-মিষ্টি, পুলিশের নয়া উদ্যোগ

0
159

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনা রুখতে নয়া পথ নিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক। সটান রাস্তায় দাঁড়িয়ে লক ডাউন ভঙ্গকারিদের হাতে গোলাপ ফুল দিয়ে মিষ্টি উপহার দিয়েছেন তিনি। মঙ্গলবার আলিপুরদুয়ার শহরে আলিপুরদুয়ার মহকুমার মহকুমা শাসক তথা আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক রাজেশের এই ভুমিকায় শহর জুড়ে আলোড়ন পড়ে গেছে।

lockdown breaks | newsfront.co
নিজস্ব চিত্র

আইন ভেঙ্গে পুলিশের লাঠির বদলে লাল গোলাপ ও সুস্বাদু মিষ্টি মিলবে তা অনেকে আঁচ করে উঠতে পারেননি। সাথে অবশ্য ছাপানো অক্ষরে লেখা করোনার একটি শপথ বাক্য জুটেছিলো আইন ভঙ্গকারিদের। পয়লা বৈশাখে রাস্তায় বেড়িয়ে এমন আচরন পাওয়ায় অনেকে চরম লজ্জা নিয়ে বাড়ি ফিরেছেন।

police | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন আলিপুরদুয়ার শহরের মাধব মোর, চৌপথি সহ বিভিন্ন জায়গায় মহকুমা শাসক রাস্তায় নেমে গান্ধীগিরি করেছেন। মহকুমা শাসকের সঙ্গে এদিন এই উদ্যোগে সামিল হয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী ও আলিপুরদুয়ার পুরসভার কর্মীরাও।

আরও পড়ুনঃ ভুয়ো সংবাদমাধ্যমের পরিচয় দিয়ে গাড়ি নিয়ে অবাধ ঘোরা ফেরায় গ্রেফতার ২ যুবক

breaking rules | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে এদিন শহরে প্রায় ১০০ গোলাপ দিয়েছেন মহকুমা শাসক। এদিন রাস্তায় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী।উল্লেখ্য আলিপুরদুয়ার মহকুমার মহকুমা শাসক রাজেশ বর্তমানে আলিপুরদুয়ার পুরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন।

তিনি বলেন, “ মুলত মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য এই কাজ করা হয়েছে। আমরা লক ডাউন ভঙ্গকারিদের একটি লাল গোলাপ ও সুস্বাদু সন্দেশ দিয়েছি। সঙ্গে একটি ছাপানো করোনা শপথবাক্য দেওয়া হয়েছে। যেখানে লক ডাউন মেনে চলা ও সোস্যাল ডিস্টেন্স মেনে চলার প্রতিশ্রুতি রয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here