নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মাছ চাষের অত্যাধুনিক পরিকাঠামো গড়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকে।
পশ্চিম মেদিনীপুরের তপসিলি জাতি, আদিবাসী অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরের সহযোগিতায় এই প্রথম কেশিয়াড়ী ব্লকে কুসুমপুর ৪ নং অঞ্চলের শালডাঙা উত্তরণ আদিবাসী সহায়ক দলকে ১০ হাজার মাছের চারা দেওয়া হয়েছে। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে স্বনির্ভর করার লক্ষ্যে সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পরিকাঠামো তৈরি করা হয়েছে।
![fish cultivation | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/07/fish-cultivation-1024x512.jpg)
শুক্রবার সরকারিভাবে বিনামূল্যে সহায়ক দলকে দেওয়া হয়েছে ১০ হাজার মাছের চারা। তপশিলী জাতিভুক্ত মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ বলে জানান উদ্দোক্তারা।
বিশেষ পদ্ধতিতে এই মাছ চাষ মহিলারাই পরিচালনা ও দেখভাল করবেন। এরজন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। মাছ চাষের আয় কাজে লাগবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঞ্চয়ের কাজে। এর পাশাপাশি এই আয় থেকে পরবর্তী সময়ে মাছ কেনার ক্ষেত্রে আয়ের কিছুটা অর্থ খরচ করা হবে।
আরও পড়ুনঃ আইসিএসই, আইএসসি-এর দশম ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত, পরীক্ষায় বাড়ল পাশের হার
মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে খুশি হয়ে শালডাঙা উত্তরন আদিবাসী সহায়ক দলের মহিলারা বলেন, ‘আমাদের বাড়ির সেরকম সামর্থ্য ছিল না যে নিজেদের থেকে অর্থ ব্যয় করে এই পরিকাঠামো গড়ে তোলার। মূখ্যমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে আমরা অনেকটাই স্বনির্ভর হতে পারব।’
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা মামনি মান্ডি,পঞ্চায়েত সমিতির সদস্যা স্বপ্না সাউ, অনিমা দে (রাউৎ),উত্তরণ আদিবাসী সহায়ক দলের সভানেত্রী ফুলমনি মুর্মু সহ এই গোষ্ঠীর সমস্ত সদস্যারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584