নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আরও একবার ম্যাজিশিয়ানের গল্প টিভির পর্দায়। এর আগে সুব্রত রায়ের প্রযোজনায় ‘ভানুমতীর খেল’ দেখেছিল দর্শক। ওদিকে ভুতুও দেখাত ম্যাজিক। এবার রাজ চক্রবর্তীর প্রযোজনায় আসছে ‘ফেলনা’৷
গল্পের নায়িকা শ্রুতির বাবা নামজাদা ম্যাজিশিয়ান। শ্রুতিও বাবার মতো ম্যাজিশিয়ান হতে চায়৷ বাধ সাধে বাবা। বাবা চায় ছেলেকে ম্যাজিশিয়ান বানাতে, মেয়েকে নয়। তাই মেয়েকে প্রতিপত্তিশালী ঘরে বিয়ে দেয় বাপ৷ একদিন এক ঈশ্বরদূততুল্য পুরোহিতের কাছে শ্রুতি শোনে যে তার অপূর্ণ ইচ্ছা পূরণ করবে তার মেয়ে।
ঘটনাচক্রে শ্রুতির গর্ভে জন্ম হয় পুত্রসন্তানের৷ তা হলে কী ভাবে শ্রুতির মেয়ে তার অপূর্ণ ইচ্ছা পূরণ করবে?
ওদিকে ফেলনা নামের একটি অনাথ মেয়ে ম্যাজিক দেখিয়ে টাকা রোজগার করে। ফেলনা খুঁজে ফেরে নিজের মাকে। একদিন শ্রুতির সঙ্গে দেখা হয় ফেলনার। এক অদ্ভুত অনুভূতির উথাল পাতাল টের পায় শ্রুতি। তা হলে কে এই ফেলনা? কোনও কি যোগসূত্র আছে শ্রুতি আর ফেলনার মধ্যে?
আরও পড়ুনঃ মুজিবরের শতবার্ষিকীতে মায়ের দেশে দেবজ্যোতি মিশ্র’র মেমোরিয়াল অর্কেস্ট্রা
জানতে হলে ১ মার্চ থেকে স্টার জলসায় রাত সাড়ে ৮ টায় দেখতে হবে ‘ফেলনা’। শ্রুতির চরিত্রে রোশনি ভট্টাচার্য। ফেলনার চরিত্রে মেঘান চক্রবর্তী। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুদীপ সরকারকে। রয়েছেন আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584