মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
কিছুদিন আগেই আকাশ আট চ্যানেলে শুরু হয়েছে দুটি মেগা ধারাবাহিক, ‘মেয়েদের ব্রতকথা’ ও ‘ইকিড় মিকিড়’। এবার ওই একই চ্যানেলের পর্দায় আসছে আরও একটি ভিন্ন স্বাদের নতুন ধারাবাহিক, ‘কাঞ্চি’। ৩০ অগাস্ট থেকে সোম থেকে শনি রাত ৮ টায় সম্প্রচারিত হবে ‘কাঞ্চি’।
কাঞ্চি এক পাহাড়ি মেয়ের নাম। পাহাড়ের কোলেই তাঁর জন্ম। পাহাড়ে ঘুরতে আসা টুরিস্টদের দড়ির উপর চড়ে খেলা দেখায় কাঞ্চি ও তাঁর বাচ্চাপাটি। অন্যদিকে, বাড়ির অমতে বিয়ে করে গল্পের হিরো আকাশ। নেপালি মেয়ে পুনমকে আকাশের বাড়ির কেউ মেনে নিতে পারেনি, পুনমের মুখদর্শন পর্যন্ত করেনি কেউ।
এরপর কেটে যায় চার বছর। বর্তমানে পুনম ও আকাশের দুই বছরের একটি মেয়ে রয়েছে। যার নাম ঈশ্বরী। এতদিন পর আকাশের মা আশাপূর্না সমস্ত অভিমান ভুলে ছেলে, বৌমা ও ছোট নাতনিকে বাড়ি ফিরে আসতে বলে। সমস্ত অভিমান ভুলে আকাশ ও পুনম কলকাতায় তাঁদের বাড়িতেই ফিরে যাচ্ছিল। কিন্তু পাহাড়ের মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় আকাশদের। মেকানিক খুঁজতে গিয়ে দেখা হয় কাঞ্চির সঙ্গে। তবে সেই রাতে বিভিন্ন কারণে গাড়ি ঠিক না হওয়ায় বাধ্য হয়েই কাঞ্চির গ্রামে থাকতে হয় আকাশদের।
এরপর ছোট্ট ঈশ্বরী পছন্দ করতে থাকে কাঞ্চিকে। একটা রাত কাঞ্চির গ্রামে কাটিয়ে কলাকাতা যাওয়ার জন্য রওনা দেয় আকাশরা। গাড়ি নিয়ে যাওয়ার সময় পাহাড়ের রাস্তাতেই তাঁদের মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে যায়। খবর পাওয়া মাত্রই কাঞ্চি সেখানে ছুটে যায় এবং আহত পুনম মৃত্যুর আগে কাঞ্চিকে ছোট্ট ঈশ্বরীর দায়িত্ব নিতে বলে।
ওদিকে, আকাশকে তখন খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল আকাশ? কাঞ্চি কি শেষপর্যন্ত ঈশ্বরীর দায়িত্ব নেবে? এই প্রশ্নের উত্তর পেতে গেলে সপ্তাহের ছ’টা দিন রাত ৮ টায় চোখ রাখতে হবে আকাশ আট-এর পর্দায়।
আরও পড়ুনঃ যাত্রা শুরু করল ‘টিকিল্যান্ড’
এই ধারাবাহিকটিতে কাঞ্চি’র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কথাকলি চক্রবর্তীকে। বাংলা টেলিভিশন পর্দায় নতুন মুখ কথাকলি। ‘কাঞ্চি’ ধারাবাহিকে আকাশের চরিত্রে দেখা যাবে ওমি মুখোপাধ্যায়কে, পুনমের চরিত্রে দেখা যাবে সৌমী পাল-কে এবং ঈশ্বরীর চরিত্রে দেখা যাবে আরাধ্যা বিশ্বাসকে।
এছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তনুশ্রী ঘোষ, সায়ক চক্রবর্তী, আয়েশা ভট্টাচার্য, তুলিকা বসু, ভাস্বর চট্টোপাধ্যায়, ভরত কল, অরুনাভ দত্ত সহ আরও অনেককে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584