রিজেন্ট পার্ক হত্যাকাণ্ডঃ ইউটিউব দেখে বানানো অস্ত্রেই প্রেমিকাকে খুন!

0
62

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ইউটিউব দেখে অনেকেই অনেক কিছু শেখার চেষ্টা করেন। কিন্তু ইউটিউব দেখে কেউ যে খুনের পরিকল্পনামাফিক বাড়িতেই অস্ত্র বানিয়ে ফেলতে পারে, এই তথ্য খুনি নিজে স্বীকার না করা পর্যন্ত ভাবতেও পারেননি রিজেন্ট পার্ক থানার তদন্তকারীরা। প্রসঙ্গত, শনিবার সকাল ৮ টা নাগাদ বাড়িতে ঢুকে প্রেমিকাকে গুলি করে এবং কুপিয়ে খুন করে অভিযুক্ত রাকেশ হালদার ওরফে জয়ন্ত। দুপুরের দিকে নিজেই সাইকেল চালিয়ে থানায় এসে আত্মসমর্পণ করে। এদিন তাঁর ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

lovers | newsfront.co
প্রিয়াঙ্কা এবং জয়ন্ত। ফাইল চিত্র

জানা গিয়েছে, রাকেশ ওরফে জয়ন্ত বিবাহিত জানার পর থেকেই সম্পর্ক রাখতে নারাজ ছিল মৃত প্রিয়াঙ্কা পুরকায়েত। কিন্তু তার বিবাহিত সম্পর্ক সুখের নয় বলে জোর করে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক রাখত চাইত জয়ন্ত, অভিযোগ প্রিয়াঙ্কার পরিবারের। ফলে দীর্ঘদিন ধরে প্রেমিকাকে খুনের ছক কষছিল অভিযুক্ত জয়ন্ত। কিন্তু গোপনে অস্ত্র কেনা বা অস্ত্র জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। ফলে সে সাহায্য নেয় ইউটিউব ভিডিও-র। কোন ভিডিও দেখে সে এই ট্রেনিং নিয়েছিল, সেটাও তদন্তকারীদের বার করে দেখিয়েছে সে।

আরও পড়ুনঃ জয়ন্তর কঠোরতম শাস্তি চান অন্তঃসত্ত্বা স্ত্রী

জানা গিয়েছে, ইউটিউবের যে ভিডিও দেখে অস্ত্র বানানো শিখেছে জয়ন্ত তাতে দেখা গিয়েছে, স্টিলের রডের পিছনে রয়েছে একটি ক্যাপ। যেখানে মার্বেল রাখার জন্য রয়েছে জায়গা। আর ক্যাপের পিছনে বোতলের ঢাকনা। ঢাকনার মাঝে একটি ছোট ফুটো। আর মার্বেলের সামনে রাখা কালিপটকা। তার সলতে বাইরের দিকে। সলতেয় আগুন দিতেই মার্বেল ছিটকে তা ফুটো করে দিল প্লাস্টিকের চেয়ার।

আরও পড়ুনঃ দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে জাহাজ থেকে উধাও বাঁশদ্রোণীর ইঞ্জিনিয়ার

এই দৃশ্য দেখেই উৎসাহ পেয়ে জয়ন্ত জোগাড় করেছিল স্টিলের রড। লেদ মেশিনে আরও কিছু যন্ত্রাংশ বানায় সে। তবে সে কালিপটকা ব্যবহার করেনি। দেশলাই থেকে জোগাড় করেছিল বারুদ। গুলি হিসাবে ব্যবহার করেছিল সাইকেলের বল বিয়ারিং। তা দিয়েই লক্ষ্যভেদ করে জয়ন্ত। কিন্তু নিজের বানানো অস্ত্রে সম্পূর্ণ ভরসা রাখতে পারেনি সে। তাই সঙ্গে এনেছিল ধারালো ছুরিও। মৃত্যু নিশ্চিত করতে গুলি চালানোর পর বেশ কয়েকবার কোপায় প্রিয়াঙ্কাকে।

জানা গিয়েছে, পেশায় গাড়ির চালক জয়ন্তর বিশেষ কাজ ছিল না। কিন্তু প্রেমিকা প্রিয়াঙ্কাকে উত্যক্ত করা বাড়িয়ে দিয়েছিল। একাধিকবার বুঝিয়েও প্রেমিকাকে ফেরাতে না পারায় খুনের পরিকল্পনা করে সে। এরপর শনিবার সকালে নিজের তৈরি পাইপগান দিয়ে তরুণীকে খুন করে যুবক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here