নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি (ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসন) রেজ: S/2L/787 সারা পশ্চিম বাংলার প্রতিটি জেলার উচ্চ শিক্ষিত গৃহশিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে গড়ে ওঠা ভারতের ইতিহাসে প্রথম বৃহত্তম সংগঠন।
গৃহশিক্ষকদের যে সংগঠন হতে পারে তা আপনার আমার বা সকলের কল্পনার বাইরে ছিল। সমাজে সকল শ্রেণীর সংগঠন আছে। তাহলে গৃহশিক্ষকদের সংগঠন কেন থাকবে না — এই উদ্দেশ্য নিয়েই সংঘবদ্ধ হওয়ার সংকল্প নিয়েছিল এই সংগঠন।
আজ মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের সাদি খাঁন দেয়ার অঞ্চলেও একটি ইউনিট গঠন করা হলো।সকলের পছন্দে সভাপতি হন মাইনুদ্দিন,সম্পাদক হন মোফাজ্জল হোসেন (পপণ ),কোষাধ্যক্ষ হন ইমদাদুল ইসলাম,পশ্চিম বাংলার গৃহশিক্ষক ও শিক্ষিকাদের একে অপরের বিপদে-আপদে দাঁড়াতে পারছি সংগঠনের মাধ্যমে।
পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতিই প্রথম আওয়াজ তোলে যে সুপ্রিমকোর্ট ও রাজ্য সরকারের আইন অমান্য করে সরকার এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের প্রাইভেট টিউশন করে কালো টাকা উপার্জন করতে দেওয়া হবে না।
আরও পড়ুনঃ বোড়ো ভাষা বিষয়ক আলোচনা সভা
এই আন্দোলনের ফলে বহু স্কুলের শিক্ষক -শিক্ষিকা প্রাইভেট টিউশন বন্ধ করতে বাধ্য হয়েছেন।বাকী সাফল্যটুকু পেতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা।এই সংগঠন সরকারের কাছে পেশার স্বীকৃতি দাবি রেখেছে।
মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দাবি রাখা হয়েছে “ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর কাউন্সিল বোর্ড” গঠন করার জন্য।জানা যায় সংগঠনের আরও এমন অনেক উদ্দেশ্য রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584