করোনা থোড়াই কেয়ার, বর্ষবরণের রাতে জনারণ্য দিঘায়

0
106

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্ষবরণের রাতে মেদিনীপুর জেলার দিঘা সমুদ্র সৈকতে উপচে পড়ল ভিড় ৷ প্রসঙ্গত গত ৮ মাস ধরে বন্ধ ছিল সমুদ্র সৈকত দিঘা ,তবে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে সৈকত শহর দিঘা ৷

digha | newsfront.co
নিজস্ব চিত্র

নতুন বছরকে স্বাগত জানাতে পার্শ্ববর্তী জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে বহু পর্যটক ৷ কার্যত এক কথায় বলা যেতে পারে, লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর ধীরে ধীরে সৈকত শহর দিঘা স্বাভাবিক হলেও এক প্রকার হাইকোর্টের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উপচে পড়া ভিড়ে চলল বর্ষবরণ উৎসব।

picnic | newsfront.co
উদযাপন ৷ নিজস্ব চিত্র
celebrate | newsfront.co
উদযাপন ৷ নিজস্ব চিত্র

গত বছরের তুলনায় এ বছর পর্যটকদের ভিড় কম থাকলেও সমুদ্র সৈকতে ভিড়ছিল চোখে পড়ার মতন অন্যদিকে স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে মুখে মাস্ক না পরেও সমুদ্র সৈকতে বর্ষবরণ করলেন পর্যটকরা। পুলিশের বাধাকে উপেক্ষা করে মধ্যরাত পর্যন্ত বক্স বাজিয়ে চলল উদ্যাম নৃত্য।

dance | newsfront.co
উদযাপন ৷ নিজস্ব চিত্র
new year celebrate | newsfront.co
উদযাপন ৷ নিজস্ব চিত্র

পর্যটকদের দাবি, যে করোনা কালে ঘর বন্দী থাকার পর বছরের শেষ দিন একটু আনন্দ ভাগ করে নিতে দিঘাতে এসেছি। অবশ্যই করোনা বিধিকে অমান্য করে কোন কিছু করা উচিত নয়।

আরও পড়ুনঃ সৌমিত্র পাল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী মহাতাবপুর

তবে অনেকেই উৎসাহ আনন্দের মাঝে করোনা বিধিকে তোয়াক্কা না করেই আনন্দে মেতে উঠেছে। সব মিলিয়ে করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্র সৈকত দিঘাতে চলল বর্ষবরণ উদযাপন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here