স্পোর্টস ডেস্কঃ
ক্রাইস্টচার্চ টেস্ট বারবার রং বদল করেও শেষ পর্যন্ত টেস্টের রাশ নিউজিল্যান্ডের হাতে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯০ রানের সুবাদে ভারত দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯৭ রানে এগিয়ে।
India go to stumps at 90/6, with Trent Boult doing the majority of the damage with three wickets.
After a 16-wicket day, New Zealand are in the driver's seat!#NZvIND pic.twitter.com/yj0FzSot0r
— ICC (@ICC) March 1, 2020
প্রথম ইনিংসে ২৪২ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতীয় পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে ফেরে ভারত। এমনকি তারা নিউজিল্যান্ডকে ২৩৫ রানে বেধে রাখতে সক্ষম হয়। ভারতের হয়ে মোহাম্মদ সামি ৪ টে ও জসপ্রীত বুমরাহ ৩ উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে লাথাম ৫২ ও জামিসন ৪৯ রান করেন।
ভারত ৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। কিন্তু নিউজিল্যান্ড পেশারদের বিশেষ করে ট্রেন্ট বোল্টের সামনে একে একে আত্মসমর্পণ করে ভারতীয় ব্যাটসম্যানেরা। শেষ পর্যন্ত ভারতের স্কোর দাঁড়ায় ৬উইকেটে ৯০। অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে ভারতে এগিয়ে মোট ৯৭ রানে। ক্রিজে রয়েছেন হনুমা বিহারী ও প্যান্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584