আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড-ইংল্যান্ড! নজর থাকবে যাদের উপর

0
56

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আজ প্রথম সেমিফাইনাল। মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। উল্লেখ্য গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিল। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে বিতর্কিত এক নিময়ে চ্যাম্পিয়ন হয় মরগ্যানের নেতৃত্বাধীন দল ইংল্যান্ড। তাই অনেকে এই ম্যাচকে নিউজিল্যান্ডের কাছে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছে। যদিও ধারে ভারে দুই দল সমানভাবে পাল্লা দেবে । ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগে দারুণ অনবদ্য দল দুটোই। তাই আজ এক রোমাঞ্চকর ম্যাচ হবে বলে আশাবাদী ক্রিকেট বিশেষজ্ঞ মহল।

New zealand to face new zealand
আবারও আজকে মরগ্যান-উইলিয়ামসন মহারণ দেখবে ক্রিকেট বিশ্ব

আজ ভারতীয় সময় ৭.৩০ টায় শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবিতে মুখোমুখি হবে দুই দল। দুই দলেই আছে অসাধারণ টি-টোয়েন্টি স্পেশালিস্ট খেলোয়াড়। তবুও আজকের ম্যাচে বিশেষ নজর থাকবে কিছু খেলোয়াড় এর উপর। যারা একার কাঁধে যে কোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই দুই দলের অধিনায়কই চাইবে তাদের বিরুদ্ধে বাড়তি সতর্ক থাকতে।

আজকের ম্যাচে যাদের উপর বাড়তি নজর থাকবে:

জস বাটলার, ইংল্যান্ড
বাটলারকে আগেভাগে ফেরাও, ম্যাচ জেতার সম্ভাবনা বাড়াও- নিশ্চিত এই মন্ত্র নিয়েই আজ মাঠে নামবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কী অবলীলায় না ধ্বংস করেছেন প্রতিপক্ষের বোলারদের। ৫ ইনিংসে ৩ বার অপরাজিত থেকে ২৪০ রান, গড় ১২০, স্ট্রাইক রেট ১৫৫.৮৪, সর্বোচ্চ ১৩টি ছক্কা- পারফরম্যান্সের বিচারে বাটলারের ধারেকাছেও নেই অন্য কেউ। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিটা এবারই পেয়েছেন বাটলার।

Jos Buttler
এবারের আসরে বিধ্বংসী মেজাজে বাটলার

ক্রিস জর্ডান, ইংল্যান্ড
পাঁচ ম্যাচে ৬ উইকেট। ইংলিশ পেসারকে উইকেটসংখ্যায় বিচার করলে ভুল হবে। টি-টোয়েন্টিতে উইকেট নেওয়াটাই তো সব নয়। শেষের ওভারগুলোয় জর্ডানের ইয়র্কার কতটা ভয়ংকর, সেটি টের পেয়েছে অস্ট্রেলিয়া।দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন জর্ডান। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮তম ওভারে ৪ রান দিয়ে জর্ডান নেন ১ উইকেট।

chris jordan
অন্যতম টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার ক্রিস জর্ডান

মঈন আলী, ইংল্যান্ড
আবু ধাবির স্পিন সহায়ক পিচে যে কোন সময় ভয়ংকর হয়ে উঠতে পারে এই অফ স্পিনার। গ্রুপ পর্বের ম্যাচে সেই আভাস দিয়ে রেখেছেন। লঙ্কানদের বিরুদ্ধে দলের গুরুত্বপূর্ণ সময়ে নিয়েছিলেন তিন উইকেট। এখন পর্যন্ত দলের প্রয়োজনে সংগ্রহ করছেন মূল্যবান ৭ টি উইকেট।তাছাড়া দলের প্রয়োজনে স্লগ ওভারে বা ম্যাচের যে-কোনো মূহুর্তে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার। তাই বাড়তি নজর থাকবে তাঁর উপর।

Moeen Ali
দলের সাথে বিধ্বংসী অলরাউন্ডার মঈন আলী

মার্টিন গাপটিল, নিউজিল্যান্ড
এবারের বিশ্বকাপে স্কটল্যান্ড ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে এখনো জ্বলে উঠতে পারেননি মার্টিন গাপটিল। তবে নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যানের সামর্থ্য নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। নিজের দিনে কী করতে পারেন, সেটি বারবারই দেখিয়েছেন কিউই ব্যাটসম্যান। এই বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক ছোঁয়া গাপটিল আটটি ছক্কা মেরেছেন এবার, যার সাতটিই অবশ্য স্কটিশদের বিপক্ষে ৫৬ বলে ৯৩ রান করার পথে।

martin guptill
মার্টিন গাপটিল! দলের প্রয়োজনে হয়ে উঠতে পারে বিধ্বংসী

ট্রেন্ট বোল্ট, নিউজিল্যান্ড
এবার ৫ ম্যাচ খেলেই ১১ উইকেট পেয়ে গেছেন কিউই পেসার। প্রতিপক্ষকে সুইংয়ে জেরবার করে প্রতি ম্যাচেই উইকেট নেওয়া বোল্টের ওভারে রান নেওয়াই মুশকিল ব্যাটসম্যানদের। ৫.৮৪ -বোঝার সাধ্যি কার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বোল্টের ইকোনমি এটি। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছেন বোল্ট। ইংলিশদের আজ সাবধানেই সামলাতে হবে তাঁকে।

Trent Boult
আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ট্রেন্ট বোল্ট

আরও পড়ুনঃ বিয়ে করলেন নোবেলজয়ী পাকিস্তানের বহু চর্চিত বালিকা মালালা ইউসুফজাই

এছাড়াও সতর্ক থাকতে হবে ইংরেজ লেগ স্পিনার আদিল রশিদ, ইংল্যান্ড অধিনায়ক মরগ্যান এবং কিউইয়ি অধিনায়ক উইলিয়ামসন ও আর এক কিউইয়ি ওপেনার ড্যানিয়েল মিচেল। এছাড়াও বাড়তি সতর্ক থাকতে হবে কিউইয়ি স্পিনার ঈশ সোধির থেকে। কারণ এরা দলের প্রয়োজনে যে কোনো সময় ভয়ংকর হয়ে উঠতে পারে। প্রসঙ্গত কিউইয়ি ওপেনার মিচেল একজন লোয়ার অর্ডারের ব্যাটসম্যান ছিলেন। এবারের বিশ্বকাপে তাঁকে ওপেনার হিসেবে ব্যবহার করছে টিম ম্যানেজমেন্ট। আর একজন আর্দশ ওপেনার হিসেবে নিজেকে দারুণ ভাবে মেলে ধরেছেন। তাই তাকে হালকা ভাবে নিলে ভুল করবেন ইয়ং মরগ্যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here