কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে নিউজিল্যান্ড টিম। তিনটি একদিনের ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ। টম ল্যাথাম নেতৃত্বে আগামীকাল নিউজিল্যান্ডের দল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দীর্ঘ ১৮ বছর পর প্রথম ম্যাচে মুখোমুখি হবে। ২০০৩ সালে শেষবার নিউজিল্যান্ড পাকিস্তান সফরে এসেছিল।
নিউজিল্যান্ড টিম গত শনিবার ইসলামাবাদে পৌঁছয়, তিন দিন হোটেলে কোয়ারান্টাইন ছিল। ২০০৯ সালে পাকিস্তানি শ্রীলঙ্কা জাতীয় দলের বিরুদ্ধে টেরোরিস্ট অ্যাটাকের পর নিরাপত্তাজনিত কারণে অনেক দেশ পাকিস্তান সফর বাতিল করে দীর্ঘদিন। তার পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহী পাকিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে ধরা হয়। দীর্ঘ ১৮ বছর পর নিউজিল্যান্ড সফর পাকিস্তান ক্রিকেট প্রেমীদের কাছে উন্মাদনা সঞ্চার করেছে।
Osaka Batteries presents J. Pakistan vs New Zealand ODI Series 2021 trophy unveiling ceremony #PAKvNZ | #HarHaalMainCricket | #HoRahaHai pic.twitter.com/V7Uo1AlYpt
— Pakistan Cricket (@TheRealPCB) September 16, 2021
আরও পড়ুনঃ আসন্ন বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চলেছেন বিরাট
তিনটি একদিনের ম্যাচ ১৭, ১৯ ও ২১ শে সেপ্টেম্বর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং বাকি পাঁচটা টি-টোয়েন্টি ম্যাচ ২৫ শে সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে লাহোরে অনুষ্ঠিত হইবে। ১৭ই সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত চলবে। নিউজিল্যান্ড টিম পাকিস্তান থেকে আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে রওনা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584