নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ১-০ তে সিরিজ জয় করলো নিউজিল্যান্ড। চতুর্থ দিনের প্রথম বলেই টেল এন্ডার অলি স্টোন আউট হয়ে যান। নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৩৮ রান। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া টম লাথাম ব্যক্তিগত ২৩ রানে অপরাজিত থেকে উইনিং বাউন্ডারিটি হাঁকান।
১৮ ম্যাচে ইংল্যান্ডের মাটিতে এটা তৃতীয় জয়। অন্যদিকে ২০১৪ এর পর দেশের মাটিতে প্রথম সিরিজ হারল ইংল্যান্ড।প্রথম ইনিংসে লরেন্সের ৮১ ও বার্নসের ৮১ রানের সুবাদে ৩৩০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ইয়ংয়ের ৮২, কনওয়ের ৮০ রস টেলরের ৮০ রানের সুবাদে নিউজিল্যান্ড ৩৮৮ রান তোলে।
আরও পড়ুনঃ বায়ার্ন মিউনিখে পাড়ি দিচ্ছেন বাংলার ছেলে শুভ পাল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
দ্বিতীয় ইনিংসে পুরোপুরি খেলেই হারিয়ে ফেলে ইংল্যান্ড। মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের হয়ে ওয়াগনার ও হেনরি ৩ টি করে তুলে নেন। ফলে নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৮, যা অনায়াসেই তুলে ফেলে তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584