মনোদীপ ব্যানার্জী,স্পোর্টস ডেস্কঃ
ফের রোহিতের ব্যাটে ঝরবে আগুন,কোহলির ব্যাটে হবে কিস্তিমাত এমন স্বপ্ন আর সফল হলো না।উনিসের বিশ্বকাপ থেকে বিদায় নিলো ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোটেই স্বস্তি ছিলোনা নিউজিল্যান্ড।৪৬.১ বলে ৫ উইকেটে ২১১ রানে প্রথম দিনের খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির দাপটে।
ম্যাচ গড়ায় রিজার্ভ ডে তে।আজ ব্যাট করতে নেমে ২৩৯ রানে ৮ উইকেট হারায় কিউয়িবাহিনী।সর্বোচ্চ রান করেন টেলর(৭৪) উইলিয়ামস থামে ৬৭ তে।কিন্তু এই রানেই যে কিস্তিমাত করবে নিউজিল্যান্ড তা কেওই ভাবেনি lব্যাট হাতে শুরুতে ধাক্কা খায় রোহিত-রাহুল-কোহলি l
এমন অবস্থাতেও ভারতের হয়ে প্রদীপের শেষ শিখার আলো হয়ে জ্বলে উঠেছিল ঋষভ পন্থ(৩২),ধোনি(৫০),জাদেজা(৭৭) l তবুও শেষ রক্ষা হলোনা।৩ বল বাকি থাকতেই ২২১ এ ভারতের সব কটা উইকেট ফেলে ম্যাচ পকেটে পুরে, চলতি বিশ্বকাপে ফাইনালে যায়গা করলো নিউজিল্যান্ড।হেনরি, বোল্ট এদের বোলিং এর কাছে তাসের ঘড়ের মতো ভেঙে গেলো একশো কোটি ভারতবাসীর স্বপ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584