কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ২৭ রানে হারিয়ে দেয়। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছেন। শুক্রবারের ম্যাচটি ছিল নিয়ম-রক্ষার। বাংলাদেশে তাদের কয়জন প্রথম সারির খেলোয়াড়দের সাকিবুল হাসান মুস্তাফিজুর রহমান এদিন বিশ্রাম দেয়। তাছাড়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুনদের দলে সুযোগ দেওয়া হয়।
শুক্রবার ঢাকা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৬১ রান করে। ওপেনিং জুটিতে নিউজিল্যান্ড মাত্র ছয় ওভারে ৫৮ রান করে। নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান এলেন মাত্র ২৪ বলে ৪১ রান করেন (৪৪,৬৩)। রাচিন রবীন্দ্র ১৭ করে ১২ বলে। অধিনায়ক টম লাথাম ৫০ রান করে মাত্র ৩৭ বলে। লাথামের অর্ধশত রানে ছিল ২ চার ও ২ ছয়। শেষের দিকে হেনরি নিকোলস (২০) রান করে। শেষ ৩.৩ ওভারে ৪৫ রান করে অধিনায়ক টম ল্যাথাম ও ম্যাকনচি জুড়ি। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ পায় একটা করে উইকেট।
আরও পড়ুনঃ টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ
১৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন (৪৯) রানের পার্টনারশিপ কিছুটা ম্যাচে ফিরতে সাহায্য করে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ (২৩) ফিরে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়েন বাংলাদেশের ইনিংস। মাত্র ১৮ রানে শেষ ৪ টি উইকেট হারায় বাংলাদেশ। শেষ ওভারে ৩৪ রান দরকার ছিল বাংলাদেশ ম্যাচ জিততে হলে। এ অবস্থায় ম্যাচ নিউজিল্যান্ডের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল।
আরও পড়ুনঃ স্থগিত হল ম্যানচেস্টার টেস্ট
বাংলাদেশের আফিফ হোসেনের অর্ধশত রান হাতছাড়া হয়, ৩৩ বলে করেন ৪৮ রান। যার মধ্যে দুটি চার ও তিনটি ছয় ছিল। নির্ধারিত কুড়ি ১৩৪/৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশ পাঁচ ম্যাচের সিরিজ জিতে নেয় ৩-২এ। নিউজিল্যান্ডের হয়ে আজাজ প্যাটেল ও স্কট কুগলিন দুটো করে পায়। টম ল্যাথাম ও সিরিজের সেরা নাসুম আহমেদ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584