নতুন আইসিসি চেয়ারম্যান কিউই গ্রেগ

0
65

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

জল্পনার অবসান শশাঙ্ক মনোহরের পর পর আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন নিউজিল্যান্ড। ক্রিকেট বোর্ডের এদিন ভোটে সহজেই সিঙ্গাপুরের ইমরান খোয়াজাকে হারালেন গ্রেগ। তিনি জিতেছেন ১১–৫ ভোটে। এবার আইসিসি চেয়ারম্যান হওয়ায় তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। চেয়ারম্যান হওয়া নিয়ে বহু জল্পনা ছড়িয়েছিল। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় চাইলে এই পদে বসতে পারতেন কারণ প্রায় সব বোর্ডই সৌরভকে সমর্থন করবে বলে জানায়। তবে এখনও বিসিসিআইয়ের ক্ষমতা হারাতে চান নি সৌরভ। তিনি মনোনয়নও তোলেননি। এবার নতুন দায়িত্বে কিউই বার্কলে।

greg barclay | newsfront.co
বার্কলে

আরও পড়ুনঃ বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে জয়ী মোহনবাগান

পেশায় উকিল অকল্যান্ডের এই বাসিন্দা ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদ সামলাচ্ছিলেন। এছাড়া ২০১৫ সালে নিউজিল্যান্ড–অস্ট্রেলিয়াতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের ডিরেক্টর পদেও ছিলেন বার্কলে। চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পর তিনি জানান ‘‘আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া খুবই গর্বের বিষয়। আমি বাকি আইসিসি ডিরেক্টরদের এজন্য ধন্যবাদ জানাতে চাই। করোনা আবহে ফের একবার ক্রিকেটের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এবং বর্তমান পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আর সব থেকে বড় চ্যালেঞ্জ হল টেস্ট ক্রিকেটের আকর্ষণ ফিরিয়ে আনা ক্রিকেটের স্বার্থে কাজ করতে চাই।“

আরও পড়ুনঃ নতুন জার্সিতে ধাওয়ান

এর পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বিত পরাজিত ইমরান খোয়াজাকে শুভেচ্ছা এবং ধন্যবাদও জানান বার্কলে। তিনি সবার পরামর্শ নিয়েই কাজ করবেন বলে জানান। শেষ চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সময়ে ভারত বিভিন্ন ভাবে বঞ্চিত হয়েছিল আর আইসিসির সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে নেমে যায় এখন দেখার গ্রেগ জমানায় পরিস্থিতি উন্নত হয় কি না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here