নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকার একটি পুকুর থেকে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ঐ এলাকার পুকুরের মালিক পুকুরটি পরিষ্কার করানোর জন্য কিছু শ্রমিককে কাজে লাগায়। শ্রমিকেরা পুকুরে নেমে পরিষ্কার করার সময় পুকুরে একটি কালো প্লাস্টিক ব্যাগ দেখতে পায়,যার ফলে তাদের সন্দেহ হয়।
আরও পড়ুনঃ ময়নাগুড়িতে ২ টি পৃথক দুর্ঘটনায় চাঞ্চল্য
এরপর তারা ব্যাগটি খুললে তাতে দেখা যায় একটি সদ্যোজাত শিশু পুত্রর মৃতদেহ। বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনুমান, কে বা কারা নিজেদের কুকর্ম ঢাকতে মৃত শিশুটিকে পুকুরে ফেলে দিয়ে গেছে। এরপর ওই ঘটনাটি ফোন করে কোতোয়ালী থানার পুলিশকে জানানো হয় ।
খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেই সঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584