মনিরুল হক, কোচবিহারঃ

ফের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ। মৃত্যু এক শিশুর। জানা যাচ্ছে, তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লি এলাকার বাসিন্দা সমীর দাস শ্বাসকষ্ট জনিত কারণে তাঁর চার মাসের শিশুকে গতকাল বিকেলে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে।

অভিযোগ, এরপরই মঙ্গলবার সকালে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁর পরিবার। তবে ওই চিকিৎসক ফোন তোলেননি এবং আজ সকাল সাড়ে দশটার দিকে মৃত্যু হয় শিশুটির।
আরও পড়ুনঃ আন্দোলনের সমর্থনে নোট লিখে দিল্লি সীমানায় আত্মহত্যার চেষ্টা কৃষকের

আরও পড়ুনঃ পুলিশ-সিআরপিএফ যৌথ অভিযানে খতম মোস্ট ওয়ান্টেড মাও নেতা
পরিবারের আরও অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত নার্সরা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন না তোলায় যোগাযোগ করা সম্ভব হয়নি। সময় মতো চিকিৎসা করলে শিশুটি বেঁচে যেত বলে জানিয়েছে শিশুটির পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584