নিউজফ্রন্ট-এ আগামীকাল ‘বৌয়ের ফাঁদে’

0
81

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বৌয়ের প্রেমের ফাঁদে, সোহাগের ফাঁদে কে না পড়তে চায়। কিন্তু অন্য কোনও ঠিকানায় যদি গোপন সুখের সন্ধান থাকে আর তা যদি গিন্নি টের পেয়ে যান তা হলেই তো সাড়ে সর্বনাশ। এমনই কিছু ঘটতে চলেছে নিউজফ্রন্ট-এ।

Bouer Phande | newsfront.co

বৌয়ের ফাঁদে পড়েছে কেউ। তাকে চিনিয়ে দেবেন পরিচালক সত্যজিৎ দাস। পরকীয়া প্রেম নিয়ে একটি মশলাদার অ্যানিম্যাটিক ফিল্ম বানিয়েছেন সত্যজিৎ। ‘ট্র‍্যাশ লাভ’ নয় সেটা ‘ক্র‍্যাশ লাভ’।

আরও পড়ুনঃ শীঘ্রই আসছে রাশেদ, রাকেশের লকডাউন প্রজেক্ট ‘কিছুদিন মনে মনে’

Crash love | newsfront.co

গল্পটা এরকম- কেউ একজন পরকীয়া প্রেমে আবদ্ধ। আর তা টের পেয়ে গেছে তার ঘরণী। আর ব্যস, অশান্তির চুড়ান শুরু হয় সংসারে। তারপর কী হতে পারে তা বলাই বাহুল্য। জানতে হলে আগামিকাল বিকেল ৪ টেয় চোখ রাখুন নিউজফ্রন্ট -এর অফিশিয়াল পেজ-এ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here