সুর্বণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে সেবামূলক কর্মসূচি নিউটাউন ক্লাবের

0
75

মনিরুল হক, কোচবিহারঃ

দুর্গাপুজোর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বছরভর সমাজসেবা মূলক কাজের উপর জোর দিয়েছে কোচবিহার নিউটাউন ক্লাব। গত ২০ মে ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়জন করা হয়। সেদিন ওই শিবিরে প্রচুর মানুষ চক্ষু পরীক্ষা করতে আসেন। কিন্তু ডাক্তার বাবুর সময়ের অভাবের কারণে অনেক মানুষকে ঘুরে যেতে হয়। সেই সমস্ত মানুষের অনুরোধে আজ ফের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে নিউ টাউন ক্লাব। রবিবার সকাল সাড়ে দশটা থেকে ক্লাব ঘরের প্রাঙ্গণে এই চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়।

নিজস্ব চিত্র

কোচবিহারের এম.জে.এন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ এদিনের শিবিরে আসা মানুষের চোখ পরীক্ষা করেন। তাদের হাতে বিনামূল্যে চশমাও প্রদান করা হয়। ক্লাবের সভাপতি অভিষেক সিংহ রায় বলেন “ সুবর্ণ জয়েন্তি বলে আমরা বেশি করে সমাজ সেবা মূলক কাজে জোর দিয়েছি। গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য ২০ মে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা করেছিলাম। সেদিন অনেক লোক এসেছিলেন। তাদের মধ্যে ২৬০ জনের চোখ পরীক্ষা করা হয় এবং ২৫১ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। কিন্তু ডাক্তার বাবুর সময়ের অভাবে সেদিন অনেক গরিব মানুষকে ফিরে যেতে হয়। তারা আমাদের কাছে এই বিষয়ে অনুরোধ জানান। সেই সমস্ত মানুষের কথা ভেবে আমরা ডাক্তার বাবুর সঙ্গে কথা বলে সময় বের করে আজ এই শিবিরের আয়োজন করেছি। পার্শ্ববর্তী এলাকা থেকেও আজও অনেক লোক এসেছে। আজ ১৩৫ জন লোকের চক্ষু পরীক্ষা করা হয় এবং ৮৭ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here