নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দীর্ঘ প্রায় চার বছর যাবত মজুরী বৃদ্ধি হয়নি বিড়ি শ্রমিকদের। এই নিয়ে মুর্শিদাবাদ জেলার বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিক মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (F.I.T.U.) সহ অন্যান্য বাম-ডান বিড়ি শ্রমিক এর যৌথ মঞ্চ বিগত আড়াই বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিল এই দাবিতে। তারই ফলশ্রুতিতে রাজ্য সরকারের হস্তক্ষেপে আজ মুর্শিদাবাদ বিড়ি মার্চেন্ট এসোসিয়েশনের অফিসে মালিক ও শ্রমিক সংগঠনগুলির মধ্যে বিড়ি মজুরী নির্ধারণের সভা আহবান করা হয়।
এই সভায় আজ বিড়ির মালিক ও শ্রমিক ইউনিয়নগুলির মধ্যে বিড়ির নূন্যতম মজুরী বৃদ্ধি নিয়ে দীর্ঘ আলোচনার পর মালিক পক্ষ প্রথমে ১৩ টাকা ও পরে ১৭ টাকা মজুরী বৃদ্ধি করে বিড়ি মজুরী ১৭০ টাকা করার প্রস্তাব দেয়। অপর পক্ষে, ওয়েলফেয়ার পার্টির শ্রমিক সংগঠন F.I.T.U. সহ অন্যান্য ইউনিয়নগুলি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিড়ি মজুরী অন্ততঃ ৪৮ টাকা বৃদ্ধি করে ২০০ টাকা করার দাবি করে। ফলে অমীমাংসিত থেকে যায় আজকের আলোচনা। আগামী ২৮ সেপ্টেম্বর ফের আলোচনায় বসবে দুপক্ষ এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকের সভায়।
বিড়ি শ্রমিক ইউনিয়নগুলির যৌথ মঞ্চের পক্ষে এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন C.I.T.U.-এর পক্ষে জ্যোতিরূপ বন্দ্যোপাধ্যায়, F.I.T.U.এর পক্ষে ওয়েলফেয়ার পার্টির জেলা সভাপতি হামিদ সেখ, I.N.T.U.C. এর পক্ষে প্রাক্তন বিধায়ক হুমায়ন রেজা, A.I.U.T.U.C. এর পক্ষে শিশির সিংহ ও U.T.U.C. এর পক্ষে নিজামুদ্দিন আহমেদ প্রমুখ ।
আরও পড়ুনঃ ২৭ শে সেপ্টেম্বর ধর্মঘটের সমর্থনে মেদিনীপুরে বামপন্থী দলসমূহের অবস্থান-বিক্ষোভ
আজকের অমীমাংসিত আলোচনা সভা থেকে বেরিয়ে F.I.T.U. এর পক্ষে ওয়েলফেয়ার পার্টির জেলা সভাপতি হামিদ সেখ বলেন,”বর্তমান আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির কথা স্মরণ করিয়ে আমরা এ বিষয়ে বিড়ি মালিকদের দৃষ্টি আকর্ষণ করেছি যে, অতিমারী বিদ্ধস্ত পরিস্থিতিতে দীর্ঘ দিন যাবৎ বিড়ি শ্রমিকরা চরম দূর্দশায় দিন গুজরান করছে । তাই, মানবিক দৃষ্টিকোণ থেকেই মালিক পক্ষের অবিলম্বে সরকার নির্ধারিত নূন্যতম বিড়ি মজুরী কার্যকর করা উচিৎ । আমরা আবারও আগামী ২৮শে সেপ্টেম্বর এ বিষয়ে জোরালো আবেদন রাখব ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584