এই মরসুমে হবে না কলকাতা লিগ, পরের মরসুমের লিগ জুনে শুরু

0
59

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

group meeting | newsfront.co

বিশ বাঁও জলে এবারের কলকাতা লিগ। প্রিমিয়ার ডিভিশন ক্লাবগুলোকে নিয়ে আজ মিটিং-এ বসেছিলেন আইএফএ কর্তারা। মিটিং-এ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, এই মরশুমে হবে না কলকাতা লিগ। গত বছর করোনার কারণে না হওয়া লিগ এই মার্চ মাসে করার পরিকল্পনা ছিল আইএফএ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়ের কিন্তু দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান সদ্য আইএসএল খেলে ওঠায় তারা থাকতে পারবে না, একই সঙ্গে ছোট ক্লাবগুলো দীর্ঘদিন মহামারির কারনে লকডাউনে ক্লাব বন্ধ থাকায় তাঁদের স্পনসর ও অর্থ সমস্যা।

meeting | newsfront.co

আরও পড়ুনঃ প্রথম দিনই মোদী স্টেডিয়ামে আলো নিভলো, নাম বিতর্কে সাফাই সরকারের

আর লিগ করলে ভোটের মুখে পুলিশ নিরাপত্তাও পাওয়া যাবে না। সবকিছু মিলে দুইয়ে দুইয়ে চার হল। তাই এই আগামী মরসুমের কলকাতা লিগ হচ্ছে আর সেটা হবে বর্ষার সময়েই জুন – জুলাই মাসে। আর ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গ কাপ ও ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইএফএ ফুটসল কাপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here