নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
চ্যাম্পিয়ন্স লীগে ইতিহাস রচনা করেছে পিএসজি লেপেজকে তিন গোলের মালা পরিয়ে প্রথম বার ফাইনালে তারা। তবে ফাইনালে খারাপ খবর আসতে পারে, নাও খেলতে পারেন নেইমার। জয়ের পর আনন্দে ভুল করে বসলেন নেইমার। শাস্তির মুখে পিএসজির ব্রাজিলিয়ান তারকা।
লীগ ফাইনালে ওঠার পর জার্মান ক্লাবটির ফুটবলার হলস্টেনবার্গের সঙ্গে জার্সি বিনিময় করেন নেইমার। করোনার সময়ে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে জার্সি বিনিময় উয়েফার প্রোটোকল বিরোধী।
উয়েফার নিয়মে বলা হয়েছে, ম্যাচের পর জার্সি বিনিময় করলে নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে কারণ তাতে ভাইরাস ছড়ায়। শাস্তি না হলেও সংশ্লিষ্ট ফুটবলারকে ১২ দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে। আর পাঁচ দিন পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।
আরও পড়ুনঃ আইপিএলে ভালো খেলেই নিজেকে প্রমান করতে চান ঋদ্ধি
১২ দিনের আইসোলেশন নিয়ম মানলে নেইমারকে ছাড়াই ২৪ অগাস্ট ফাইনাল খেলতে হবে। যদিও উয়েফা এখনো কিছু জানায় নি তবে মনে করা হচ্ছে নেইমার কে ছাড়া খেলতে হবে পিএসজি কে। একটা ছোটো ভুল সব মাটি করে দিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584