রবীন্দ্র সরোবরে কেএমডিএ-র তরফে ছট পুজোর আবেদন খারিজ জাতীয় গ্রিন ট্রাইবুনালের

0
29

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রত্যেক বছর রবীন্দ্র সরোবরে ছটপুজো না করার আর্জি জানিয়ে জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু এবারে যেন পুরো বিষয়টিই উলটপুরাণ।

করোনা পরিস্থিতি মাথায় রেখে চলতি বছরে রবীন্দ্র সরোবরে ছট পুজো করার অনুমতি চেয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে এবারে আবেদন করেছিল কেএমডিএ।কিন্তু বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিল ন্যাশানাল গ্রিন ট্রাইবুনাল। কিছুটা হলেও সিদ্ধান্তে খুশি পরিবেশবিদরা।

Rabindra sarobar | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত, প্রত্যেক বছরেই রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে আপত্তি জানান পরিবেশপ্রেমীরা। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় ওই সরোবরেই ছটপুজো করতে দিতে হয়। গত বছরে বিকল্প একাধিক সরোবরের ব্যবস্থা করার পরে এবং সম্পূর্ণ পুলিশি প্রস্তুতি নেওয়ার পরেও পুণ্যার্থীরা না মানায় নাজেহাল অবস্থা হয়েছিল প্রশাসনের।

আরও পড়ুনঃ কেউ উৎসব থেকে বঞ্চিত হবে না, ভোরবেলার টুইটে মহালয়া প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রবীন্দ্র সরোবরে গেটে তালা দিয়ে বিকল্প ১১ টি সরোবরের তালিকা দিয়ে দিয়েছিল সরকার। তারপরেও তালা ভেঙে পরপর দু’দিন ওই জায়গাতেই ছট পূজা অনুষ্ঠিত হয়।

চলতি বছরে করোনার কারণে একাধিক ব্যবস্থা নেওয়ার জন্য এই বিষয়টি নিয়ে আর বেশি মাথা ঘামাতে চাইছে না প্রশাসন। তাই খোদ কেএমডিএ-র তরফ থেকে আবেদন করা হয়, রবীন্দ্র সরোবরে ছট পুজো করার অনুমতি দেওয়ার জন্য। কিন্তু কোন পরিস্থিতিতে এ ধরনের অযৌক্তিক আবেদন মেনে নেয়া সম্ভব নয় বলে এদিন আবেদন খারিজ করে দেয় জাতীয় পরিবেশ আদালত।

আরও পড়ুনঃ আনলক ৪ পর্বে ফের খুলল বাগবাজারের মায়ের বাড়ি

এদিকে উল্টে পুণ্যার্থীদের পাশে দাঁড়িয়ে এই গ্রিন ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে কেএমডি’এ। খুব শীঘ্রই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তবে করোনা পরিস্থিতির সুযোগে কেএমডিএ-র এই ধরনের আবেদন মানতে নারাজ পরিবেশবিদরা।

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল রায়ের ওপর ভরসা রাখছেন তারা সকলেই। পরিবেশ নয়, ধর্মীয় আবেগের নামে কেএমডিএ-র সুপ্রিম কোর্টে যাওয়ার নেপথ্যে ভোট রাজনীতি প্রতিক্রিয়া পরিবেশবিদ সুভাষ দত্তের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here