মোহনা বিশ্বাস,কলকাতাঃ
২০২১ এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় ভোট পরবর্তী হিংসা। যা নিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট জমা পড়েছে আদালতে। আর সেই রিপোর্টেই সিবিআই সুপারিশ জানাল কমিশন।
হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে জমা পড়েছে মানবাধিকার কমিশনের রিপোর্ট। যে রিপোর্টে কোনও স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে ভোট পরবর্তী হিংসার তদন্ত করানোর সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সেক্ষেত্রে সরাসরি সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছে তাঁরা। ‘
‘চিত্ত যেথা ভয়শূণ্য, উচ্চ যেথা শির’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই দুটি লাইন উল্লেখ করে কমিশনের অভিযোগ, ২ মে ফল ঘোষণার পর থেকে পশ্চিমবঙ্গে হাজার হাজার মানুষ ঘরছাড়া। রবীন্দ্রনাথের মাটিতে ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। শেষ দু’মাসে বহু মানুষের প্রাণ গিয়েছে।
আরও পড়ুনঃ রাষ্ট্রদ্রোহ মামলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রধান বিচারপতি
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এ রাজ্যে এমন বহু ঘটনা ঘটেছে যা, এই দেশের সম্মান নষ্ট করেছে। তবে শুধু এ রাজ্যে নয়, জমা দেওয়া রিপোর্টে রাজ্যের বাইরে ভোট পরবর্তী মামলার ট্রায়ালের কথাও বলেছে কমিশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584