নিজস্ব প্রতিবেদন, নিউজফ্রন্ট:
ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে ২০০৫ সালে জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত মোহাম্মদ হাবিবকে মুক্তি দিল এনআইএর বিশেষ আদালত। ওই দিনের ঘটনায় মৃত্যু হয় একজনের, আহত হন বেশ কয়েকজন।
ব্যাঙ্গালোরের বিশেষ আদালতের বিচারক ডঃ কাসানাপ্পা নাইক হাবিবকে মুক্তি দিতে গিয়ে বলেন এই মামলায় প্রাথমিকভাবে কোন তথ্য প্রমাণ দিতে পারেনি এনআইএ। বিচারপতি জানান,’হাবিব বুঝতেই পারেনি কেন তাকে অভিযুক্ত করা হয়েছে এই মামলায়’।
NIA Court Discharges UAPA Accused In IISc Attack Case After 4 Years Jail @plumbermushi https://t.co/o2UPoJsPU1
— Live Law (@LiveLawIndia) June 21, 2021
আরও পড়ুনঃ ইউপিএ থেকে অব্যাহতি পেলেন সিএএ আন্দোলনকর্মী অখিল গগৈ
২০১৭ সালে ত্রিপুরার আগরতলা থেকে হাবিবকে গ্রেপ্তার করা করা হয়। তারপর থেকে তিনি জেলেই কাটিয়েছেন। অবশেষে দীর্ঘ ৪ বছর জেল বন্দি থাকার পর মুক্ত হলেন হাবিব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584