শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ঘন জনবসতিপূর্ণ এলাকার ক্লাবে কি ভাবে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে প্রথম দিন থেকে সন্দিহান ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। তার ওপর ফরেনসিক পরীক্ষার প্রাথমিক রিপোর্টে বোমা মজুত থাকার প্রমাণ পাওয়ার পর বিষয়টি নিয়ে এনআইএ তদন্তের দাবি জানিয়ে সক্রিয় হয়েছিল বিজেপিও।
এবার কলকাতা পুলিশের কাছ থেকে ঘটনার প্রাথমিক রিপোর্ট হাতে পেয়ে ঘটনার প্রাথমিক অনুসন্ধান শুরু করলেন এনআইএ গোয়েন্দারা। যদিও বিস্ফোরণের ঘটনায় এখনও ফরেন্সিক রিপোর্ট আসেনি। চূড়ান্ত ফরেন্সিক রিপোর্ট এলেই পুলিসের সঙ্গে কথা বলে ঘটনাস্থলে যাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুনঃ পুজোর অনুমতি নিয়ে প্রশ্ন হাইকোর্টের! মাস্ক-স্যানিটাইজার কেনার জন্য অনুদান, দাবি রাজ্যের
সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লির এনআইএ অফিসের সঙ্গে কলকাতার এনআইএ অফিসের আধিকারিকদের এই বিষয়ে কথা হয়ে গিয়েছে।
বৃহস্পতিবারই ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং কেয়ারটেকারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বয়ানের সঙ্গে ঘটনাস্থলের নমুনা মিলিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বোমা বাইরে থেকে ছোড়া হয়নি। ক্লাবেই মজুত ছিল তাজা বোমার সামগ্রী। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে স্প্লিন্টার বাজেয়াপ্ত হয়েছে। কী ধরনের বোমা সেখানে মজুত ছিল এবং কেন সেই বোমা মজুত করা হয়েছিল, আপাতত সেই প্রশ্নগুলির উত্তরই সন্ধান চালাচ্ছেন গোয়েন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584