কৃষক নেতাকে সমন পাঠিয়ে হাজিরার নির্দেশ এনআইএ-র

0
116

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় দু’মাস দিল্লি সীমানায় বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। কেন্দ্র বিস্তর চেষ্টা করেও এই প্রতিবাদ কর্মসূচি থামাতে পারেনি।এবার বিক্ষোভকারী কৃষক নেতাকে সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

Farmers protest | newsfront.co

লোকভালাই ইনসাফ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বলদীপ সিং সিরসাকে এনআইএ সমন পাঠিয়ে ১৭ জানুয়ারি এনআইএ দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। শিখ ফর জাস্টিস আন্দোলন বিতর্ককে কেন্দ্র করে সিরসাকে এই সমন পাঠিয়েছে এনআইএ।

তবে বলদীপ সিং সিরসা এতে মাথা নোয়াতে রাজি নন। তিনি বলেন, ‘যাঁরাই কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন তাঁদের অনেককেই এই সমন পাঠানো হয়ছে। আন্দোলনকারীদের ভয় দেখাতেই এই ধরণের পদক্ষেপ। বিক্ষোভ ও ২৬ জানুয়ারি কিষাণ প্যারেড কর্মসূচি বানচাল করতেই এই ধরণের সমন পাঠানো হচ্ছে। কিন্তু আমরা এতে মাথা নত করব না।’

আরও পড়ুনঃ বিদেশি বিশ্ববিদ্যালয়ে চাকরির নামে প্রতারিত নিধি

ইতিমধ্যেই কেন্দ্র ও বিক্ষোভকারী কৃষক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে ৯বার বৈঠক হয়েছে এবং ব্যর্থ হয়েছে।উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে এখনো।

কেন্দ্র অভিযোগ করেছে আন্দোলনে নিষিদ্ধ সংগঠন অর্থ যোগাচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেছেন, দিল্লি সীমানায় যে কৃষক আন্দোলন চলছে সেখানে খলিস্তানী অনুপ্রবেশ ঘটেছে বলে খবর জানা গিয়েছে।

আরও পড়ুনঃ কোভিড কলার টিউনে এবার অমিতাভের বদলে শোনা যাবে জসলিনের কণ্ঠ

জাস্টিস ফর শিখ আন্দোলনেও খলিস্তানী জঙ্গিদের ভূমিকা রয়েছে বলে মনে করছে এনআইএ। ভারত সরকারে বিরুদ্ধে যড়যন্ত্র করতে ও বিদেশে দেশের বিরুদ্ধে প্রচার করতে অর্থ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। এই সম্পর্কে জিজ্ঞাসাবেদর জন্যই ইনসাফ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বলদীপ সিং সিরসাকে সমন পাঠানো হয়েছে বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here