ছত্রধরকে আদালতে গৃহবন্দি করে করোনা পরীক্ষা করার আবেদন এনআইএ-র

0
80

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

হাতের কাছে পেয়েও তৃণমূল নেতা ছত্রধর মাহাতোর করোনা পজিটিভ রিপোর্টের খাতিরে তাকে হেফাজতে না নিতে পারা মানতে পারছেন না এনআইএ গোয়েন্দারা। সেই কারণে এবার করোনা আক্রান্ত তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে হেফাজতে নিয়ে করোনা পরীক্ষার দাবি জানালেন এনআইএ গোয়েন্দারা।

Chatradhar Mahapatra | newsfront.co
ফাইল চিত্র

সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের মামলার শুনানিতে এই আবেদন জানিয়েছেন এনআইএ-র আইনজীবী। এনআইএ বিশেষ আদালতে ছত্রধরের পাশাপাশি দিলীপ মাহাতো, চন্দ্রশেখর মাহাতো, মৃণালকান্তি মাহাতো, বাজমনি টুডুদেরও গৃহবন্দি করার আবেদন জাতীয় তদন্তকারী সংস্থার।

আরও পড়ুনঃ রয়েছে করোনা উপসর্গ, ছত্রধর এড়িয়ে গেলেন এনআইএ ডাক

এনআইএ-র দাবি, শুক্রবার আদালতে এসেও বাইরে গাড়িতে বসেছিলেন ছত্রধর মাহাতো। আদালতের কার্যকলাপ জানতে পারার পর তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন, যা অত্যন্ত সন্দেহজনক। আর তার পরেই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাই ছত্রধরকে হেফাজতে নিয়ে করোনা পরীক্ষা করিয়ে সেই রিপোর্ট আদালতে জমা দিতে চান গোয়েন্দারা।

আরও পড়ুনঃ আল কায়দা সন্দেহে ধৃত লিওনকে নিয়ে মুর্শিদাবাদে এনআইএ টিম

আর যদি তাদের হেফাজতে না দেওয়া হয়, তা ছত্রধরকে আপাতত গৃহবন্দি রাখা হোক। গৃহবন্দি অবস্থায় ছত্রধরের লালারসের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় পরীক্ষাগারে করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হোক। তবে আবেদন গ্রাহ্য করেননি বিচারক। মামলাটির পরবর্তী শুনানি ১২ অক্টোবর। তবে পরবর্তী শুনানির আগে করোনা সংক্রমণ প্রমাণের নথি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here