নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে অবৈধ ভাবে নেপাল যাওয়ার অভিযোগে এক নাইজেরিয়ান ব্যক্তিকে গ্রেফতার করল এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃত ওই ব্যক্তির নাম নাম স্টিফেন জনাথন (৪৪)। সে নাইজেরিয়ার বাসিন্দা।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই নাইজেরিয়ান ব্যক্তি অবৈধভাবে পানিট্যাঙ্কি হয়ে নেপাল যাচ্ছিল। সেই সময় কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
আরও পড়ুনঃ রাষ্ট্রদ্রোহের তকমা দিয়ে গ্রেফতার সাংবাদিক-প্রকাশক নরসিমা মূর্তি
এরপর ওই ব্যক্তি নিজেকে নাইজেরিয়ান নাগরিক হিসেবে পরিচয় দেয়। তার কাছে উপযুক্ত প্রমানপত্র চাওয়া হয়, কিন্তু কোনও প্রমাণ না দেখাতে পারায় গ্রেফতার করা হয় তাকে। এরপর এসএসবি-র জওয়ানরা ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন।
জানা গিয়েছে, ধৃতকে এ দিন শিলিগুড়ি আদালতে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584