নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ের ঊর্ধমুখী গ্রাফ, লাগামছাড়া সংক্রমণ মহারাষ্ট্রে। যার জেরে গোটা রাজ্যে নাইট কার্ফু এবং সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করল উদ্ধব ঠাকরে সরকার। অর্থাৎ প্রত্যেকদিন রাত আটটা থেকে পরেরদিন ভোর সাতটা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে সর্বত্র। আর সপ্তাহান্তে অর্থাৎ প্রত্যেক শুক্রবার রাত আটটা থেকে সোমবার ভোর সাতটা পর্যন্ত লকডাউন জারি থাকবে রাজ্যে। করোনা গ্রাফ নিম্নমুখী হওয়া ইস্তক এই নির্দেশ বলবৎ থাকবে।
মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, সপ্তাহান্তে লকডাউন ছাড়াও আগামিকাল সোমবার রাত আটটা থেকে কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে শপিং মল, বার-রেস্তরাঁ এবং অন্য হোটেলগুলির জন্য। শুধুমাত্র খাবার ডেলিভারির জন্য সেগুলি খোলা থাকবে। সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে। বেসরকারি সংস্থাগুলিকে কর্মীদের ওয়ার্ক-ফ্রম-হোমের ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে দিনভর ১৪৪ ধারা জারি থাকবে সর্বত্র।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অক্ষয় কুমার
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, বিমান, ট্রেন এবং বাস স্বাভাবিক ভাবে চলবে। তবে ভিড় করা চলবে না। জিম এবং ইন্ডোর স্পোর্টস বন্ধ থাকবে। উৎপাদন শিল্প, বিশেষ করে অক্সিজেন নির্ভর শিল্পোদ্যোগগুলিকে কাজ কমাতে হবে। এবং বেশি করে হাসপাতালে চিকিৎসার জন্য অক্সিজেনের সাপ্লাই বাড়াতে হবে। কোনও আবাসনে পাঁচ বা তার বেশি আক্রান্তের সন্ধান পেলেই কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে। নিয়ম ভঙ্গে করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করবে সরকার। রাজনৈতিক সমাবেশ, মিটির-মিছিল নিষিদ্ধ।
আরও পড়ুনঃ উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৯০ হাজারের বেশী
ছবির শুটিং চলবে, তবে ভিড় এড়িয়ে চালাতে হবে শুটিং। থিয়েটার এবং নাটকের প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে। পার্ক, খেলার মাঠ, ধর্মীয় স্থল, সেলুন, বিউটি পার্লার বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। নয়া নিয়ম আগামিকাল সোমবার থেকে বলবৎ হবে। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড রিভিউ বৈঠকে মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেন আক্রান্তের সংখ্যা বাড়ছে তা জানতে কেন্দ্রীয় প্রতিনিধি দল মহারাষ্ট্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584