ডিসেম্বর থেকে রাতে কার্ফু লাগু, পাঞ্জাবে মাস্ক না পরলে দিতে হবে দ্বিগুণ জরিমানা

0
87

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের দাপটে নাজেহাল জনজীবন। সংক্রামিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমানে রাজধানী দিল্লিতে কোভিড পরিস্থিতি ভয়াবহ। পাঞ্জাবও করোনা সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আসতে পারে বলে আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এই পরিস্থিতিতে নতুন করে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করল পাঞ্জাব সরকার।

Mask Must | newsfront.co
প্রতীকী চিত্র

মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে রাজ্যের সব শহরে রাতে কার্ফু লাগু হবে। মাস্ক না পড়লে বা সামাজিক দূরত্ববিধি বজায় রাখা সম্ভব না হলে জরিমানা দ্বিগুণ ধার্য করা হয়েছে। প্রাথমিকভাবে ১৫ দিন এই নতুন নির্দেশিকা বলবৎ থাকবে। ১৫ ডিসেম্বর ফের পর্যালোচনা বৈঠক হবে। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

নয়া নির্দেশিকা অনুসারে হোটেল, রেস্টুরেন্ট, বিয়ের অনুষ্ঠান বাড়ি খোলা থাকবে রাত সাড়ে ৯ টা পর্যন্ত। রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাতের কার্ফু জারি করা হয়েছে। কোভিড বৈঠকের পর রাজ্য সরকারের মুখপাত্র জানিয়েছেন, কোভিড নির্দেশ লঙ্ঘন করলে জরিমানা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে।

আরও পড়ুনঃ ফিরহাদ হাকিমকে দিয়ে কলকাতায় ‘কো- ভ্যাকসিন’ তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

পাঞ্জাবে করোনা হাসপাতালে বেড সংখ্যা পর্যাপ্ত রাখতে মুখ্যসচিব বিনি মহাজনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখারও পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, প্যারা মেডিক্যাল স্টাফ নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here