নিজেই নিজের রেকর্ড ভাঙ্গলেন বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারিনীর

0
110

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

একবার নয়, দু’বার নয়, পর পর তিনবার নিজেই নিজের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙলেন টিনএজার হিসেবে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারিনী গুজরাতের মোদাসার নীলানসি প্যাটেল।

Nilanshi Patel | newsfront.co
নীলানসি প্যাটেল

২০১৮ সালের ২১ নভেম্বর প্রথমবার তিনি এই রেকর্ড গড়েছিলেন। তখন তাঁর চুল ছিল ১৭০.৫ সেন্টিমিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা। সেইসময় তাঁর বয়স ছিল ১৬। এরপর নিজের সেই রেকর্ডও ভেঙে দিয়ে ফের রেকর্ড গড়লেন এই টিনএজার। পরের বছর ফের রেকর্ড। চুলের দৈর্ঘ ১৯০ সেমি বা ৬ ফুট ২.৮ ইঞ্চি।

আরও পড়ুনঃ মধ্যপ্রদেশে ডাইনোসরের ডিম উদ্ধার

এখন তৃতীয় বছরে তাঁর চুল হয়েছে ২০০ সেমি বা ৬ ফুট ৬.৭ ইঞ্চি। টিনএজারদের মধ্যে এত বড় চুল কারও নেই। এই এত বড় চুল রাখার রহস্য কী? এই প্রশ্নের উত্তরে তিনবারের রেকর্ডজয়ী নীলানসি জানালেন, বেশ কয়েকবছর আগে একবার এক পার্লারে তাঁর চুল খুব বিশ্রিভাবে কাটানো হয়েছিল। তখন তিনি ৬ বছরের বালিকা। সেই থেকে ভয়ে আর কোনওদিনই চুল কাটেননি তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here