নীলগাই উদ্ধার

0
99

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

বেশ কিছুদিন ধরে এলাকায় সবজি ফসলের জমি নষ্ট করছিল একটি নীলগাই। অবশেষে গ্রামবাসীদের তৎপরতায় ধরা পড়লো সেই পশুটি। বুধবার সকালে জাল বিছিয়ে ওই নীলগাইটিকে ধরার ব্যবস্থা করেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রামে। এই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় রাজ্য বনবিভাগের মালদহ রেঞ্জের অফিসার, কর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টার পর ওই নীলগাইটিকে অবশেষে নিজেদের নিয়ন্ত্রণে আনে বনদফতরের কর্মীরা।

nilgai rescue | newsfront.co
উদ্ধার হওয়া নীলগাই। নিজস্ব চিত্র

ওই নীলগাইটিকে আপাতত প্রাথমিক চিকিৎসার পর আদিনা ডিয়ার ফরেস্টে রাখা হয়েছে বলে জানিয়েছে বনদফতর। বনদফতর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মানিকপুর, কাজিগ্রাম এবং হলদিবাড়ি গ্রামের মধ্যে ঘোরাফেরা করছিল নীলগাইটি।

আরও পড়ুনঃ রাম পুজোকে কেন্দ্র করে খড়্গপুরে উত্তেজনা,জখম এসডিপিও

এমনকি ওইসব গ্রামের ফসলের জমি নষ্ট করছিল এই বন্য প্রাণীটি। অনেক চেষ্টা করেও নীলগাইটিকে বাগে আনতে পারেননি গ্রামবাসীরা। এরপর মানিকপুর গ্রামের যেখানে ওই নীলগাইটিকে মাঝেমধ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল, সেই এলাকার বেশ কিছু অংশ জাল দিয়ে ঘিরে রাখেন গ্রামবাসীরা।

বুধবার সকালে গ্রামবাসীরা দেখতে পান জালে জড়িয়ে ছটফট করছে ওই বন্যপ্রাণীটি। এরপর খবর দেওয়া হয় বনদফতরকে। নীলগাইটি কোথা থেকে ওই এলাকায় এসেছিল, তা আন্দাজ করা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here