প্রয়াত সাংবাদিক সাহিত্যিক নিমাই ভট্টাচার্য

0
266

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জের বাসভবনে দুপুর ১২ টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।বেশ কয়েকবছর ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন নিমাই ভট্টাচার্য।১৯৩১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের মাগুড়াতে জন্মগ্রহণ করেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। মাত্র তিন বছর বয়সেই তাঁর মাতৃবিয়োগ ঘটে।

Nimai Bhattacharya | newsfront.co
নিমাই ভট্টাচার্য। ফাইল চিত্র

বাবা সুরেন্দ্রনাথ ভট্টাচার্যই তাঁকে মানুষ করেন। ১৯৪৮ সালে ম্যাট্রিক পাশ করে কলকাতার রিপন কলেজে ভর্তি হন তিনি। কলেজে পড়তে পড়তে সাংবাদিকতা শুরু করেন তিনি। ১৯৫০ সালে ‘লোকসেবক’ পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবনের শুরু তাঁর। পরে দিল্লিতে পঁচিশ বছর বিশিষ্ট ভারতীয় সংবাদপত্রের রাজনৈতিক কূটনৈতিক সংসদীয় সংবাদদাতা ছিলেন তিনি। দেশ-বিদেশের বিশিষ্ট রাজনৈতিক ও বিশ্ববরেণ্য নেতৃবৃন্দের স্নেহভাজন ছিলেন এই সাংবাদিক।

Piyasa | newsfront.co
সাহিত্যিক নিমাই ভট্টাচার্য প্রকাশিত উপন্যাসের প্রচ্ছদ

১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ৩০ বছরের সাংবাদিকতা জীবনের বড় সময় কাটিয়েছেন দিল্লিতে। পাঁচটি কাগজে কাজ করেছেন তিনি। তার মধ্যে অধিকাংশই সর্বভারতীয় সংবাদপত্র। নিমাই ভট্টাচার্য, ব্রিটেনের রানি এলিজাবেথ, মার্কিন প্রেসিডেন্ট আইসেনহাওয়ার, ভিয়েতনামের রাষ্ট্রপতি হো-চি-মিন, সোভিয়েত প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ, চিনের প্রধানমন্ত্রী চৌ-এন-লাই, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ, পণ্ডিত জওহরলাল নেহরু, পণ্ডিত গোবিন্দবল্লভ পন্থ, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজী দেশাই, ইন্দিরা গান্ধীর মতো নেতৃবৃন্দের সফর কভার করেছেন ভারতীয় সাংবাদিক হিসাবে। সাংবাদিকতা থেকে অবসর নেওয়ার পরেও বিভিন্ন পত্রিকায় কলম লিখতেন তিনি।

Memsaheb | newsfront.co
সাহিত্যিক নিমাই ভট্টাচার্য প্রকাশিত উপন্যাসের প্রচ্ছদ

নিমাই ভট্টাচার্যের প্রথম বই ‘রাজধানীর নেপথ্যে’ প্রকাশিত হয় ১৯৬৪ সালে। ১৯৬৩ সালে অমৃতবাজার পত্রিকায় তাঁর উপন্যাস বের হয়। দ্রুতই সাহিত্যিক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ১৯৬৮ সালে ‘মেমসাহেব’ প্রকাশিত হওয়ার পরই পাঠকসমাজের বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

আরও পড়ুনঃ তৈরি ১০ লক্ষ মাস্ক, রাজ্যের শীর্ষে হুগলি

Marriage register | newsfront.co
সাহিত্যিক নিমাই ভট্টাচার্য প্রকাশিত উপন্যাসের প্রচ্ছদ

এছাড়াও ‘ডিপ্লোম্যাট’, ‘পিকাডিলি সার্কাস’, ‘শ্রেষ্ঠাংশে’, ‘গোধূলিয়া’, ‘পিয়াসা’, ‘অষ্টাদশী’, ‘ইমন কল্যাণ’, ‘নন্দিনী’, ‘ম্যারেজ রেজিস্ট্রার’, ‘ব্যাচেলার’-এর মতো অসংখ্য উপন্যাস লিখেছেন তিনি। নিমাই ভট্টাচার্যের লেখা এই উপন্যাসগুলি চলচ্চিত্রেও রূপান্তরিত হয়েছে।

Paper | newsfront.co
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের শোকবার্তা

২০১৫ সালের বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড তাঁকে সম্মাননা জ্ঞাপন করে। নিমাই ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া নেমেছে গোটা সাহিত্য মহলে। একটি বিবৃতি দিয়ে এই বিশিষ্ট সাংবাদিক তথা সাহিত্যিকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here