শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউনের মধ্যে ভুয়ো কল সেন্টারের রমরমা ব্যবসা ফেঁদে বসেছিল অভিযুক্তরা। কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদকে গ্রেফতার করার পর তার কাছ থেকে পাওয়া তথ্যে রাতভর তল্লাশিতেই মিলল সাফল্য। প্রগতি ময়দান থানা এলাকা ও প্রতাপাদিত্য রোডে গ্রেফতার করা হল ৯ জনকে। তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা, বেশ কয়েকটি ল্যাপটপ এবং একটি মার্সিডিজ গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ফের কিছু অসামাজিক গতিবিধির খবর পেয়ে মঙ্গলবারই কলকাতার কুখ্যাত তোলাবাজ শেখ বিনোদকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই এই কল সেন্টারগুলির খবর পায় পুলিশ। প্রগতি ময়দান থানা এলাকায় হানা দিয়ে এই ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত কান্তপ্রসাদ চৌরাশিয়া ও ডেভিড জয়সওয়াল বাগুইআটির বাসিন্দা। রাজেন্দ্র দ্বিবেদী কসবার এবং সুরজিৎ বৈষ্ণব পুরুলিয়ার ঝালদার বাসিন্দা। তাঁদের কাছ থেকে চারটি কম্পিউটার, ৩টি হার্ড ডিস্ক এবং চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুনঃ মা ব্যস্ত মোবাইল ফোনে, ক্যানেলে তলিয়ে মৃত্যু হল শিশুর
প্রতাপাদিত্য রোডে হানা দিয়ে চারু মার্কেটের বাসিন্দা সন্দীর কুমার সাউ, ব্রড স্ট্রিটের বাসিন্দা ফারাদ রাব্বানি, গার্ডেনরিচের বাসিন্দা মহম্মদ সোয়েব ইউসুফ এবং ওয়াটগঞ্জের মহম্মদ ইজাজ খান এবং শাহানু সিং নামে মোট পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৪ লক্ষ ৬ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ পরিষেবা বন্ধ করে আন্দোলনে স্বাস্থ্য কর্মীরা
এছাড়াও ছ’টি ল্যাপটপ, একটি কম্পিউটার এবং একটি মার্সিডিজ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্তদের সঙ্গে বড়সড় চক্রের যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই মার্সিডিজটি এদের মধ্যে কার এবং সেটি কি কাজে ব্যবহার হত, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584