নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটহাট এলাকা থেকে এক বাংলাদেশী সমেত মোট ৯ জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ ৷

ধৃতদের নাম মহম্মদ জামাল (৩০) বাংলাদেশের তেতুলুয়ার বাসিন্দা, বাদিরুল ইসলাম (৩১) চোপড়া, হাবিবুর রহমান (৪৫) দাসপাড়া, নুর ইসলাম (২৩) চোপড়া, সাফিজুল ইসলাম (২৪) চোপড়া, ওসমান আলি (২৬) দাসপাড়া, মহম্মদ কালিম (২৪) চোপড়া, মকলেশ্বর রহমান (৩৫) চোপড়া, মহম্মদ খলিক (২৪) চোপড়ার বাসিন্দা।


জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাঁসিদেওয়ার চটহাট এলাকায় অভিযান চালানো হয় । এরপরই একটি চারচাকা গাড়িকে সন্দেহের বশে আটক করতে গেলে গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ির পিছনে ধাওয়া করে পুলিশ আটক করে গাড়িটিকে । গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন রকম সরঞ্জাম।

পুলিশ সূত্রে জানা গেছে যে ,ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল,১৬ রাউন্ড কার্তুজ,দুটি কাটার ও দুটি সাবল উদ্ধার করা হয়েছে । চারচাকা গাড়িটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান দুষ্কৃতীরা বড় ডাকাতির উদ্দেশ্যে একসঙ্গে রওনা দিয়েছিল।
আরও পড়ুনঃ বালুরঘাটে কর্মহীন হয়ে আত্মঘাতী যুবক
ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে বাংলাদেশি সহ চারজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে। অপরদিকে ওই দল থেকে বাংলাদেশী গ্রেফতারের ঘটনায় আতঙ্ক বাড়ছে। ভোটের আগে কিভাবে বাংলাদেশী দুষ্কৃতী এই দেশে প্রবেশ করল, তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584