অন্ধ্রপ্রদেশের কাডাপ্পায় পাথরখনিতে ভয়াবহ বিস্ফোরনে মৃত ৯, আহত একাধিক

0
67

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

অন্ধ্রপ্রদেশের কাডাপ্পায় পাথর খনিতে ভয়াবহ বিস্ফোরন। ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জন শ্রমিকের, তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

Andhrapradesh blast | newsfront.co
চিত্র সৌজন্যেঃ টাইমস অফ ইন্ডিয়া

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, পাথর খননের কাজ চলছিল সেখানে। পাথরস্তূপের বিস্ফোরন ঘটানোর জন্যই জিলেটিন স্টিক রাখা হয়েছিল কিন্তু আচমকাই তার বিস্ফোরন ঘটে। ঘটনাস্থলেই মারা যায় ৫ জন শ্রমিক। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের সময় মোট ৪০ জন শ্রমিক উপস্থিত ছিলেন সেখানে। খাদানের ভিতরেই আটকে পড়ে কয়েকজন শ্রমিক, চলছে উদ্ধার কাজ।

ইতিমধ্যেই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডি। কেন, কিভাবে বিস্ফোরন ঘটল তা তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here