নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভয়াবহ ভূমিধস হিমাচল প্রদেশের কিন্নরে। এর জেরে প্রাণ হারালেন অন্তত ৯ জন পর্যটক, আহত হয়েছেন আরো ৩ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামী কয়েক দিন হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয় মৌসম ভবন। সেই অনুযায়ী সতর্কতাও জারি করে প্রশাসন। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।
#WATCH | Himachal Pradesh: Boulders roll downhill due to landslide in Kinnaur district resulting in bridge collapse; vehicles damaged pic.twitter.com/AfBvRgSxn0
— ANI (@ANI) July 25, 2021
কিন্নরের পুলিশ সুপার রাজু রাম রানা জানিয়েছেন, মৃত ও আহতরা সকলেই পর্যটক। ভূমিধসের সময় তাঁরা বাতাসেরি সেতুর কাছাকাছি গাড়ির মধ্যে ছিলেন। ভূমিধসের ফলে বোল্ডারগুলি তখনই ধাক্কা মারে। বোল্ডারের ধাক্কায় বাতসেরি সেতু সম্পূর্ণ ভেঙে পড়েছে। দুর্ঘটনার পরেই সেখানে পৌঁছয় চিকিৎসকদের একটি দল, দুর্ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনীও।
An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives in an accident in Kinnaur, Himachal Pradesh. Rs. 50,000 would be given to the injured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 25, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584