শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
তামিলনাড়ুর অন্যতম রাজধানী শহর চেন্নাই সহ গোটা তামিলনাড়ু জুড়ে অতি বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে গোটা রাজ্য। দীর্ঘ সময় ধরে মুষলধারে একটানা বৃষ্টি হওয়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একাধিক এলাকা জলের তলায় ডুবে গেছে বলে সূত্রের খবর। তবে এখন পর্যন্ত পাওয়া খবরের পরিসংখ্যান অনুযায়ী, এবারের বৃষ্টি কবলিত ভয়াবহ বিপর্যয়ের বলি ৯ জন। এদের মধ্যে ৪ শিশুও রয়েছে।
দীর্ঘ ক্ষণের টানা বৃষ্টিতে এদিন ভেলোর সংলগ্ন এলাকায় একটি বাড়ি ধসে পড়ে। তাতেই মৃত্যু হয় একই পরিবারের ৪ শিশু সহ ৯ জনের, বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন। ইতিমধ্যে তামিলনাড়ু রাজ্যের মূখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মাথা পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
বিগত কয়েক সপ্তাহ ধরে প্রবল বর্ষণ হচ্ছে গোটা রাজ্যে জুড়ে। এই প্রবল বর্ষণে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে চেন্নাই সহ গোটা রাজ্যের মানুষ। একটানা বৃষ্টির কবলে পড়ে এর আগেও বহু প্রাণহানির ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। চেন্নাই, মাদুরাই এবং থেনি জেলাতেও ঘটেছে প্রাণহানির ঘটনা। বিভিন্ন জেলার অধিকাংশ জায়গা জলমগ্ন হয়ে আছে। ভেঙে পড়েছে অধিকাংশ কাঁচা বাড়ি। গড়ে উঠেছে বহু ত্রাণ শিবির। প্রায় দুই হাজার মত ত্রাণ শিবিরে নিরাপদে আশ্রয় নিয়েছে বহু সংখ্যক মানুষ।
আরও পড়ুনঃ দূষণ নিয়ন্ত্রণে সিএকিউএম-এর নির্দেশ মেনে কমিটি গঠন হরিয়ানা সরকারের
এদিকে তিরুভাল্লুর, চেঙ্গলপট্টু, কাঞ্চিপুরম সহ একাধিক এলাকায় অস্থায়ী কালের জন্য স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় জরুরি ভিত্তিতে বন্ধ রাখা হয়েছে অফিসও। এছাড়াও সরকারের পক্ষ থেকে বেসরকারি সংস্থা গুলোর কাছে আবেদন করা হয়েছে, যেন তারা কর্মীদের বাড়িতে রেখে কাজের ব্যবস্থা করেন।
আরও পড়ুনঃ টুইটারে মোদিকে বিঁধে কৃষকদের পাশে বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রমনিয়ম স্বামী থেকে বিরোধীরা সকলেই
অন্যদিকে তামিলনাড়ুর সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য মোতায়েন করা হয়েছে বিপর্যয় বাহিনীর একাধিক দলকে। যারা দারুণ তৎপরতার সাথে সাধারণ উদ্ধারকার্য চালাচ্ছে। বেশ কয়েকদিন থেকে অতি বৃষ্টিতে ট্রেন চলাচল ব্যবস্থাও ব্যাহত হয়ে পড়েছে। দূর্ঘটনা এড়াতে বহু এলাকায় বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ বলে সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584