আজ বঙ্গরত্ন সম্মান পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি

0
171

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বঙ্গরত্ন সম্মান পাচ্ছেন উত্তরবঙ্গের ন’জন বিশিষ্ট ব্যক্তি। প্রশাসন সূত্রে খবর, বঙ্গরত্ন সম্মান প্রাপকের তালিকায় দার্জিলিং জেলার দু’জন রয়েছেন। তাঁদের মধ্যে একজন বিশিষ্ট চিকিৎসক ডঃ শেখর চক্রবর্তী। তিনি শিলিগুড়িতে থাকেন। অপরজন দার্জিলিং পাহাড়ের রঙ্গু সৌরিয়া, তিনি পেশায় একজন সমাজকর্মী।

Banga Ratna | newsfront.co

এছাড়াও তালিকায় রয়েছেন কালিম্পংয়ের বিশিষ্ট নাট্যশিল্পী সি কে শ্রেষ্ঠা, জলপাইগুড়ির পরিবেশপ্রেমী রাজা রাউত, আলিপুরদুয়ারের লোকসঙ্গীত গবেষক প্রমোদ নাথ, কোচবিহারের সাংবাদিক মৈনউদ্দিন চিসতি, উত্তর দিনাজপুরের অবসরপ্রাপ্ত অধ্যাপক পার্থকুমার সেন, দক্ষিণ দিনাজপুরের সমাজকর্মী তাপসকুমার চক্রবর্তী ও মালদহের নাট্যশিল্পী পরিমল ত্রিবেদী।

আরও পড়ুনঃ  আধুনিক বাংলা গান কী তাই বুঝতাম না- হেমন্ত স্মরণে কবীর সুমন

প্রশাসনের আধিকারিকরা জানান, আজ, সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে তাঁদের বঙ্গরত্ন সম্মান প্রদান করা হবে। তাঁদের হাতে মেমেন্টো, শংসাপত্র, এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here