সীমান্ত পেরিয়ে ভারতীয় কৃষকদের আক্রমণ বাংলাদেশি দুষ্কৃতীদের,আহত ৯

0
77

খালিদ মুজতবা,মুর্শিদাবাদঃ

সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশের দুষ্কৃতীদের আক্রমণে নজিরবিহীনভাবে আহত হলেন নয় ভারতীয় কৃষক।

রবিবার মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর বাবনাবাদ এলাকায় নিজেদের সীমান্তবর্তী জমিতে চাষ করতে গিয়ে জনা পঞ্চাশেক বাংলাদেশি দুষ্কৃতীদের মারে আহত হলেন নয় ভারতীয় কৃষক। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷

nine farmer injured attack of bangladeshi | newsfront.co
আক্রান্ত কৃষক।নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম চর বাবনাবাদের কৃষক শহিদুল সর্দার, চাহারউদ্দিন সর্দার, পিয়ারুল শেখ, সহ আরো বেশ কয়েকজন ভারতীয় কৃষক সীমান্তের জমিতে চাষাবাদ করতে যান।

নিজেদের জমির কাছে পৌঁছে তারা দেখেন বাংলাদেশী বেশ কয়েক জন দুষ্কৃতী তাদের জমির ফসল কেটে নিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। তৎক্ষণাৎ প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। এরপরে বাংলাদেশী দুষ্কৃতীরা তাদের এলাকায় ফিরে যায়।

কিছুক্ষণ পর তারা জনা পঞ্চাশেক দুষ্কৃতী নিয়ে আবার ফিরে এসে ভারতীয় কৃষকদের উপর অতর্কিত হামলা চালায়। যার ফলে নয় ভারতীয় কৃষক আহত হয়।

আরও পড়ুনঃ জমি বিবাদে অ্যাসিড আক্রমণ আহত ৪

প্রত্যেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রানীনগর গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। শহিদুল সর্দার নামের এক কৃষকের অবস্থার অবনতি হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

বাংলাদেশের দুষ্কৃতীদের এই হামলার ফলে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশী দুষ্কৃতীদের ভারতীয় কৃষকদের উপর এই আক্রমণ তৎকালীন সময়ে নজিরবিহীন বলে মনে করছেন সীমান্তের গ্রামবাসীরা।

কিভাবে একসঙ্গে এত জন দুষ্কৃতী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করল, সেই নিয়ে উঠছে প্রশ্ন। শুধু কি তারা জমির ফসল চুরি এসেছিল না অন্য কোনো মতলব এসেছিল, সেই প্রশ্ন এখন ঘুরাঘুরি করছে সীমান্তের বাবনাবাদ গ্রামের বাসিন্দাদের কাছে। এই ঘটনার তদন্তে নেমেছে রানীনগর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here