নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ভিনরাজ্যে কাজে গিয়ে বিস্ফোরণে মৃত্যু মালদার নয় শ্রমিকের।বোম ব্লস্ট করে খুনের অভিযোগ তুলেছে পরিবার সহ গ্রামবাসীরা।যদিও ঘটনা একটি দুর্ঘটনা বলে জানাচ্ছেন প্রশাসন।দেহ গুলি বাড়ি ফিরিয়ে আনতে তৎপর জেলা প্রশাসন।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদহী জেলার চৌরি থানা এলাকায়।একই গ্রামের ৯ জনের মৃত্যুতে শোকাহত পরিবার সহ গ্রামবাসী।

মৃতরা মানিকচক থানার ইনায়েতপুর অঞ্চলের বাসিন্দা।পুলিশ সূত্রে জানাগেছে, মৃতরা হলেন গাফ্ফার মোমিন(৩২),সুবান মোমিন(২৫),আতাউর মোমিন(৩৯),ইসরাফিল মোমিন(৩৫)।এরা ইনায়েতপুর অঞ্চলের বগলাটলী গ্রামের বাসিন্দা।ওপর মৃতরা হলেন,আলমগীর আনসারী(৩০),জাহাঙ্গীর আনসারী(২৫),কাদির আনসারী(৩০),কালাম আনসারী(২৯),এরা ইনায়েতপুর অঞ্চলের মোমিনটোলা গ্রামের বাসিন্দা ও মসওয়ার মোমিন(২৮) কামালপুর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: উত্তর প্রদেশে বিস্ফোরণে মৃত ১০

স্থানীয় সূত্রে জানাগেছে,উত্তরপ্রদেশের ভাদহী জেলার চৌরি থানা এলাকায় কার্পেট কোম্পানিতে শ্রমিকের কাজ করতে যায় এলাকার ১৫-২০জন।শনিবার দুপুর নাগাদ বোমা বিস্ফোরণ হয় ওই কোম্পানিতে।ঘটনায় মৃত্যু হয় ৯ শ্রমিকের।প্রশাসনের তৎপরতায় দেহ গুলি ফিরিয়ে এনে পরিবার গুলিকে সরকারি সাহায্য দেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাজি কারখানায় বিস্ফোরণ হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।তারপর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে মৃত্যু হয়েছে।তবে ঘটনার আসল কারণ জানতে চেষ্টা শুরু হয়েছে।তদন্তের পর বিষয়টি পরিস্কার হবে।সাথে দেহ গুলি ফিরিয়ে আনতে চেষ্টা শুরু করেছে প্রশাসন।
এদিন ঘটনার খবর ফোন মারফৎ জানতে পেরে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা ইনায়েতপুর অঞ্চল।পুলিশ প্রশাসন সহ পরিবার গিলির সাথে দেখা করেন মানিকচক বিডিও সুরজিৎ পন্ডিত।আচার এদিন পরিবারের সাথে দেখা করতে আসেন দক্ষিণ মালদার সংসদ আবু হাসান খান চৌধুরী ও মানিকচক বিধায়ক মোত্তাকিন আলম।সঠিক তদন্তের পর ঘটনার আসল কারণ বের করার দাবি সহ সরকারি সাহায্যের দাবি করেছেন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584