একবছরে প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার রোজগার ৯ বছর বয়সী ইউটিউবার রায়ানের

0
95

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

শুধুমাত্র বিভিন্ন খেলনা ও গেম রিভিউ করে বিশ্ববিখ্যাত ৯ বছর বয়সী ইউটিউবার রায়ান কাজী যার বার্ষিক রোজগার প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বছরে ইউটিউবের সর্বোচ্চ রোজগেরে।

Rayan Kaji youtuber | newsfront.co
রায়ান কাজী। ছবিঃ দি গার্ডিয়ান

২০১৫ সালের মার্চ মাস থেকে তার ইউটিউব রিভিউয়ের যাত্রা শুরু। রায়ানের জনপ্রিয়তার ফলে তার পরিবার নিজেদের পদবি পর্যন্ত পাল্টে ফেলেছেন রায়ানের ‘স্ক্রিন সারনেম’ , তাঁরা এখন গুয়ান পদবি ছেড়ে ব্যবহার করছেন কাজী। মোট ৯ টি ইউটিউব চ্যানেল চালায় ছোট্ট রায়ান। তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় ‘রায়ান’স ওয়ার্ল্ড’ নামের চ্যানেলটি। যার সাবস্ক্রাইবারের সংখ্যা ৪১.৭ মিলিয়ন, ভিউয়ার ১২.২ বিলিয়ন।

আরও পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে নয়া বিতর্ক

এহেন বিখ্যাত রায়ান কাজী ও তার পরিবার আপাতত আমেরিকার ফেডারেল ট্রেড কমিশনের নজরে। কমিশনের বক্তব্য রায়ানের সব ভিডিওর স্পষ্ট হিসেব পাওয়া যায়নি। তার ওপর রায়ানের যারা দর্শক তারা প্রধানত প্রি স্কুলের বাচ্চা, তাদের ক্ষেত্রে বহু খেলনা বা গেমের খারাপ প্রভাব পড়তে পারে, সর্বোপরি অস্বাস্থ্যকর খাবারের দিকে নজর যাচ্ছে বাচ্চাদের। এসব নিয়ে অস্বস্তিতে ইউটিউবার পরিবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here