নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
টোকিও অলিম্পিক্সে একদিনে জোড়া পদক এল দেশে। কুস্তিতে বজরং পুনিয়ার ব্রোঞ্জের পরেই জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া।
৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে তিনি সোনা জিতলেন। এবারের অলিম্পিক্সে এই প্রথম সোনা এল ভারতের ঘরে। এই নিয়ে পদক সংখ্যা বেড়ে হল ৭। ১২১ বছর পরে এথলিটিক্সে সোনা জিতলো ভারত।
Javelin thrower Neeraj Chopra wins the first #Gold medal for India at #Tokyo2020; throw 87.58 meters in first attempt pic.twitter.com/gsbwb5xIBy
— ANI (@ANI) August 7, 2021
আজ ফাইনালে নীরজের প্রথম থ্রো ছিল ৮৭.০৩ মিটারের। দ্বিতীয় থ্রোয়ে ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন পৌঁছে দেন নীরজ। এই থ্রোতেই সোনা জিতলেন তিনি। তৃতীয় থ্রো ছিল ৭৯.৭৯ মিটারের। এই ইভেন্টে রুপো জিতেছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভ্যাডলেখ। ৮৬.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে রুপো পেয়েছেন।
History has been scripted!
Beyond proud of Javelin thrower @Neeraj_chopra1 for winning the Gold Medal at the #Olympics2020!
Today, the entire nation shall rejoice in this glorious victory! Many, many Congratulations to you!
— Mamata Banerjee (@MamataOfficial) August 7, 2021
এবারের অলিম্পিক্সে দেশের জন্য প্রথম স্বর্নপদক জয়ী নীরজ চোপড়াকে টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584