PNB Scam: পিএনবি কাণ্ডে তদন্তে সাহায্যের আশ্বাস দিয়ে ১৭ কোটি ফেরালেন নীরব মোদির বোন, বড় সাফল্য ইডি-র

0
49

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পিএনবি জালিয়াতি কাণ্ডে বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর। ঘটনায় মূল অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদির বোন ১৭ কোটি টাকা ফেরত দিলেন, তদন্তে সবরকম সহযোগিতা করবেন এমন আশ্বাসও দিয়েছেন তিনি। ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছর বৃহস্পতিবার নীরব মোদির বোন পূর্বী মোদীর লন্ডনের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৭ কোটি টাকা ভারত সরকারের অ্যাকাউন্টে জমা পড়েছে।

Nirav Modi | newsfront.co
নীরব মোদি। সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

নীরবের বোন পূর্বী মোদির দাবি, গত ২৪ জুন তিনি জানতে পারেন তাঁর নামে লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন তাঁর দাদা। শুধু তাই নয়, সেখানে জমা রয়েছে বেশ বড় অংকের নগদও। এরপর তিনি যোগাযোগ করেন ইডি আধিকারিকদের সঙ্গে। পূর্বী জানান, কোন বাণিজ্যিক কারণে তাঁর দাদা ওই অ্যাকাউন্ট খুলিয়েছিলেন যা দীর্ঘদিন পরে জানতে পারেন তিনি। পাশাপাশি এও জানান ওই অ্যাকাউন্ট থেকে হওয়া যাবতীয় লেনদেনের কোনটিই তাঁর করা নয়।

আরও পড়ুনঃ SIT গঠনের আবেদনঃ নির্বাচন-পরবর্তী অশান্তি নিয়ে নোটিশ জারি সুপ্রিম কোর্টের

সেসময় ইডি-র পক্ষ থেকে তাঁকে আশ্বস্ত করা হয় যে তদন্তে সবরকম সহযোগিতা করলে কোন অপরাধমূলক ব্যবস্থা পূর্বী-র বিরুদ্ধে নেবে না ভারত সরকার। পূর্বী সম্মত হন তাতে, তদন্তে সহযোগিতার প্রথম পদক্ষেপ হিসেবে লন্ডনের ব্যাংকে জমা থাকা প্রায় ১৭ কোটি টাকা ভারত সরকারকে ফিরয়ে দিলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here