নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
নির্ভয়াকান্ডে অভিযুক্ত চার আসামীর ফাঁসির তারিখ ২২ জানুরারি থেকে পিছিয়ে কবে হবে সে নিয়ে এখনও সংশয় কাটেনি। শীর্ষ আদালত প্রথমে রায় দিয়েছিল ২২ জানুয়ারি সকাল ৭ টায় তিহাড় জেলের ৩ নং ফাঁসিমঞ্চে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে এই চারজনকে। কিন্তু অভিযুক্তদের মধ্যে মুকেশ সিং প্রাণভিক্ষা চাওয়ায় সেই তারিখ পিছিয়ে যায়।
তবে গতকাল রাতে মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করার সুপারিশ করে রাষ্ট্রপতিকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আজ সকালেই সেই প্রাণভিক্ষার আর্জি খারিজ করে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রক আর্জি খারিজ করে উপ-রাজ্যপালের কাছে পাঠিয়েছিল। উপ-রাজ্যপালও একই সুপারিশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছেন।
আরও পড়ুনঃ দাবিন্দরের গ্রেফতার ভারতীয় সেনার আদর্শবাদী ধারণাকে কি অনেকটাই বদলে দিয়েছে?
তারপর স্বরাষ্ট্রমন্ত্রক পাঠায় রাষ্ট্রপতির কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা বলেন, ‘‘মুকেশ সিংহের প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে ফের দিল্লির উপ-রাজ্যপালের সুপারিশ (প্রাণভিক্ষার আর্জি খারিজ)একই রেখে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পাঠানো হয়েছে।’’ আজ সকালে খারিজপত্র সাক্ষর করেছেন রাষ্ট্রপতি।
গত ৭ জানুয়ারি দিল্লির দায়রা আদালত চার আসামীর মৃত্যু পরোয়ানা জারি করে বলেছিল, ২২ জানুয়ারি সকাল ৭টায় তিহাড় জেলে দোষীদের ফাঁসি কার্যকর করতে হবে।
আরও পড়ুনঃ আসন সংরক্ষণ নিয়ে অনুযোগ-অভিযোগ নেতাদের, খসড়া বিজ্ঞপ্তি জারি কাল
অভিযুক্ত বিনয় শর্মা ও মুকেশ সিংহ তারপর সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) জানায়।কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়।
আইনজীবীদের বক্তব্য ছিল, প্রাণভিক্ষার আর্জি মঞ্জুর করতে পারেন রাষ্ট্রপতি। তাই ২২ জানুয়ারি মৃত্যু পরোয়ানা রদ করা হোক। কিন্তু আজ রাষ্ট্রপতি সেই পরোয়ানা খারিজ করে দেন আজ সকালে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584