২২ জানুয়ারি ফাঁসি হচ্ছে না অভিযুক্তদের, জানাল দিল্লি আদালত

0
79

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

পিছিয়ে গেল নির্ভয়াকান্ডের চার আসামির ফাঁসির তারিখ। ২২ জানুয়ারি ফাঁসি হচ্ছে না জানিয়েছে আদালত।

দিল্লি সরকার বুধবার হাইকোর্টকে জানিয়েছে যে, আসামীদের মধ্যে একজন ফাঁসি মকুবের আবেদন করেছেন। তাই পূর্ব নির্ধারিত ফাঁসির তারিখ ২২ জানুয়ারিতে অভিযুক্তদের ফাঁসি হবে না।

nirbhaya gang rape victim | newsfront.co
ফাইল চিত্র

গত সপ্তাহে আদালত রায় দিয়েছিল বিনয় শর্মা, মুকেশ কুমার, অক্ষয় কুমার সিংহ এবং পবন গুপ্তকে আগামী বুধবারই সকাল সাতটায় তিহার জেলে ফাঁসিতে ঝোলানো হবে।

গতকাল, মঙ্গলবার আসামি মুকেশ সিং নিজের মৃত্যুদণ্ডের পরোয়ানাকে চ্যালেঞ্জ করে ফাঁসির আবেদন মকুব করতে চায়। বিচারপতি মনমোহন এবং সঙ্গীতা ধিংড়া শেহগালকে দিল্লি সরকার ও কেন্দ্র জানিয়েছিল এই আবেদনটি ‘প্রিম্যাচিওর’। এই কারণে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার আগে ১৪ দিনের নোটিশ দিতে হবে নিয়মানুযায়ী।

আরও পড়ুনঃ পাকিস্তানে বরফের ধস, পুরু তুষার চাদরে নিহত-নিঁখোজ একাধিক প্রাণ

তিহার জেল জানিয়েছে, এই নিয়মের আওতায় অভিযুক্তদের ফাঁসি দেওয়ার আগে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা প্রার্থনার আবেদনের অপেক্ষা করতে হবে। দিল্লি সরকারের প্রতিনিধিত্বকারী আইনজীবী রাহুল মেহরা বলেন, “রাষ্ট্রপতি যদি আসামির ক্ষমা ভিক্ষা প্রত্যাখ্যান করে দেন, তার পরেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভাগ্য চূড়ান্ত হবে।”

আদালতের তরফে আরও জানানো হয়েছে যে, দায়ের করা আবেদনের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে ২২ জানুয়ারি চার জনের কাউকেই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here