নির্দলে মোদীর বিরুদ্ধে প্রার্থী তেজ বাহাদুর

0
78

ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ

Nirdal candidate tej bahadur against modi
তেজ বাহাদুর।

সাল ২০১৭,নেট দুনিয়ায় হঠাৎই একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ল।ভিডিওটিতে দেখা যাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স এর উর্দি পরিহিত একজন কনস্টেবল সেনা জওয়ানদের জন্য সরবরাহকৃত খাবারের প্রকৃতি ও খাবারের গুণমান নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন।

পাশাপাশি সেনা জওয়ানদের উপরে চালানো উচ্চ পদস্থ অফিসারদের মানসিক নির্যাতন ও নিপীড়নের কথাও সামনে আনেন তিনি । চাকরির শর্তাবলী ও বিধি ভঙ্গের কারণে বিএসএফের পক্ষ থেকে তাঁকে বহিস্কৃত করা হয়।মনে পড়ে তাঁকে ? তিনি তেজ বাহাদুর যাদব।
২০১৭ সালের জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও মারফত তার পরিচিতি ঘটে।আলোচনার শীর্ষে আসেন ওই সময় বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত জওয়ান এই তেজ বাহাদুর যাদব।

সূত্রের খবর ,বহিস্কৃত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব মনে করেন বর্তমান সরকার ব্যর্থ।তিনি মন্তব্য করেন সেনাদের নামে এই সরকার ভোট চাইলেও তাদের জন্য কিছুই করেনি ।

আরও পড়ুনঃ ‘পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি তার ভোট দেবে কি…’ কর্মী সভায় অভিষেক

তাই বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে হরিয়ানার রেওয়ারির বাসিন্দা এক সময় সেনা জওয়ানদের জন্য সরবরাহকৃত খাবারের গুণমান নিয়ে প্রতিবাদ করার কারণে বিএসএফ থেকে বহিস্কৃত তেজ বাহাদুর যাদব এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসী কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

তবে কোন রাজনৈতিক দলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান না।তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here