নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অর্ন্তগত শেরপুর ইম্পেরিয়াল স্কুলে আজ পালিত হল নির্মল বাংলা দিবস। এই নার্সারী স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিশুরা প্রথমে উদ্যোগ নিয়ে স্কুলের পাশ দিয়ে চলে যাওয়া ৭ নং রাজ্য সড়কের দুই পাশের নোংরা-আর্বজনা পরিষ্কার শুরু করে।
ছোট ছোট শিশুদের হাতে ঝাঁটা তো কারো হাতে ডাস্টবিন।এই নির্মল বাংলা অভিযানে তাদের সঙ্গে হাত লাগান ইম্পেরিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তৃতীয় শ্রেণীর ছাত্র আবু সায়িদের কথা,’আজ শুরু করলাম নির্মল বাংলা দিবস ছুটির পর আমরা শুরু করব বৃক্ষ রোপন উৎসব।” তবে এই শিশুগুলি উদ্যোগ ভালো।এদের দেখেই হয়তো সমাজের অনেক মানুষ এগিয়ে আসবে।নির্মল বাংলা দিবস পালন বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল সেখ বলেন,আমাদের বিদ্যালয় শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয় পড়াশোনা সঙ্গে নাচ গান নানা ধরণের হাতের কাজ, পরিবেশ সম্পর্কে সচেতনতা সহ নানা বিষয়ে যুক্ত থাকে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584